বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium ) চতুর্থ টেস্টে( 4 th test) খেলতে নেমে চালকের আসনে ভারতীয় দল( indian team)। প্রথম দিনেই শেষ ইংল্যান্ডের ইনিংস। ২০৫ রানে গুটিয়ে যায় জো রুটের দল। দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ২৪। ভারতের হয়ে ৪ উইকেট অক্ষর প্যাটেলের, ৩ উইকেট রবীচন্দ্রন অশ্বীনের।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু ভারতীয় বোলারদের দাপটের কাছে দাড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ইংরেজদের হয়ে অর্ধশতরান করেন বেন স্টোকস। ৫৫ রান করেন তিনি। ৪৬ রান ড্যানিয়েল লরেন্স। ইংল্যান্ড অধিনায়ক রুট করেন মাত্র ৫ রান। যার ফলে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড টিম। ভারতের হয়ে দুরন্ত বোলিং অক্ষর প্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন। তৃতীয় টেস্টের পরও চতুর্থ টেস্টে ধারাবাহিকতা বজায় রেখেছেন তাঁরা। ৪ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩ উইকেট নেন অশ্বিন।

জবাবে ব্যাট করতে শুরুতেই উইকেট হারায় ভারত। শূন্য রানে আউট হন শুভমন গীল। ভারতের হয়ে এখন ব্যাট করছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারা। ইংল্যান্ডের হয়ে উইকেটটি নেন অ্যান্ডারসন।

আরও পড়ুন:কোপা ডেল রে-র ফাইনালে বার্সেলোনা
