Wednesday, August 27, 2025

পত্রবোমার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুম্বইয়ের প্রাক্তন সিপি পরমবীর

Date:

Share post:

পত্রবোমার পর শুরু আইনি লড়াই। মহারাষ্ট্র সরকারের বদলির নির্দেশ নিয়মবহির্ভূত ও বেআইনি বলে উল্লেখ করে তা রদের দাবিতে এবার সুপ্রিম কোর্টের (supreme court) দ্বারস্থ হলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং (paramveer singh)। মুম্বই (Mumbai) পুলিশ কমিশনার (commissioner of police) পদ থেকে হঠাৎ করে সরিয়ে দিয়ে হোমগার্ড বিভাগে তাঁর স্থানান্তরের নির্দেশকে ‘বিধিবর্হিভূত’ এবং ‘বেআইনি’ বলে দাবি করেছেন তিনি। মহারাষ্ট্রের স্বরাষ্টমন্ত্রী ও এনসিপি নেতা অনিল দেশমুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকার তোলাবাজির মারাত্মক অভিযোগ এনেছেন পরমবীর সিং। তা নিয়ে তোলপাড় চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে। এবার এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়েছেন অপসারিত পরমবীর।

গত বুধবার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরমবীর সিংকে। তাঁর জায়গায় মুম্বই পুলিশের দায়িত্ব পান হেমন্ত নাগরালে। শিল্পপতি মুকেশ অম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য এই বদলি করা হয়েছে বলে সেই সময় জানিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এরপরই শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এক বিস্ফোরক চিঠি লিখে পরমবীর বলেন, অম্বানিকাণ্ডে ধৃত পুলিশকর্তা সচিন ভাজেকে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ প্রতি মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। তিনি বলেছিলেন মুম্বইয়ের ১৭ হাজারের বেশি বার, রেস্তরাঁ থেকে যদি ৩-৪ লক্ষ টাকা করে আদায় করা হয়, তবে মাসে ৪০-৫০ কোটি টাকা আদায় করা যাবে। বাকি টাকার ব্যবস্থা অন্যান্য জায়গা থেকে আদায় করা যাবে। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে বহু তদন্তে হস্তক্ষেপেরও অভিযোগও করেন পরমবীর সিং।

আরও পড়ুন:আম্বানিকাণ্ডের নজর ঘোরাতেই ‘তোলাবাজি’র অভিযোগ, দেশমুখকে স্বস্তি দিলেন পাওয়ার

মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের এই পত্রবোমায় চরম অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। ঘটনার কড়া সমালোচনা করে অনিল দেশমুখের পদত্যাগ চেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরমবীর নিজে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সরকারের অস্বস্তি আরও বাড়ল সন্দেহ নেই।

Advt

spot_img

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...