Monday, August 25, 2025

মোদির সভায় এসে কুপন জমা দিলে নগদ হাজার টাকা! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

এবার ভোটের (Assembly Election) শুরু থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলছে শাসক দল তৃণমূল। বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)-সহ তৃণমূলের শীর্ষ নেতারা গেরুয়া শিবিরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলছেন। সেই দাবিকে এবার আরও জোরালো করলো ঘাসফুল শিবির।

ভোটের জন্য কুপন (Cupon) বিলি করছে বিজেপি। আজ, বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Shukhendu Sekhar Roy)। এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে সুখেন্দু শেখর রায় দাবি করেন, “টাকা ছড়িয়ে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের চোখ কীভাবে এড়িয়ে গেল বুঝতে পারছি না। অথচ ওঁরা বলেছিলেন অবাধ শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ভোট যাতে হয় তার ব্যবস্থা করা হবে।”

বিজেপির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে তৃণমূল সাংসদ বলেন, “গত পয়লা এপ্রিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভায় লোক আনা এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য গোপনে কুপন বিলি করা হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তা বিলি করছে বিজেপি কর্মীরা। ওই কুপনে প্রধানমন্ত্রীর ছবি, জনসভার কথা ও এক হাজার টাকা দেওয়ার কথা বলা রয়েছে। দলীয় সূত্রে ও সংবাদমাধ্যমে খবর থেকে জানতে পাচ্ছি, যারা প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন তাঁরা বিজেপি প্রার্থীর কাছে ওই কুপন জমা দিলে নগদ এক হাজার টাকা পাবেন। নির্বাচন কমিশনের দৃষ্টি এতবড় ঘটনা কীভাবে এড়িয়ে গেল তা আমাদের কাছে এখনও রহস্য। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। টাকার বিনিময়ে এই ভোট দেওয়া যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নিতে বলেছি।” অন্যদিকে, গতকাল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির এমনই কুপন বিলির অভিযোগ তুলেছিল তৃণমূল।

আরও পড়ুন:ভোট বন্ধের দাবিতে পিপিই কিট পরে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ

এদিকে, তারকেশ্বরে এক নাবালিকাকে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান শ্লীলতাহানি করেছে বলে যে অভিযোগ উঠেছিল, তা নিয়েও মুখ খোলেন সুখেন্দু শেখর রায়। তাঁর কথায়, “বিষয়টি নিয়ে কমিশনের কাছ অভিযোগ করা হয়েছে। কিন্তু ওই জওয়ানদের গ্রেফতার করা হয়েছে কিনা তা আমরা এখনও জানতে পারিনি। পকসো আইনে ওই জওয়ানের বিচার করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে।”

Advt

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...