রাজ্যে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ!‌ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৮১৭

আরও চোখ রাঙাচ্ছে করোনা। হু হু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ। ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। টেস্টিংয়ের সংখ্যা বাড়তেই নতুন করে রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ। উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর সংখ্যাও। দৈনিক সংক্রমণের ভিত্তিতে ফের নতুন রেকর্ড হল এদিন। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৮১৭ জন।

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় (Corona virus) আক্রান্ত হয়েছেন ৪,৮১৭ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,২৭১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,১৩৪ জন আক্রান্ত হয়েছে। হাওড়ায় একদিনে আক্রান্ত ২৮৪ জন। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ২৯৮। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েছে বীরভূমে। একদিনে সেখানে আক্রান্ত ২৮৩ জন। এদিকে, পর্যটকের সংখ্যা বাড়তে কোভিড আক্রান্ত বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ১১৩ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ২৪ হাজার ২২৪ জন।

আরও পড়ুন- এবার বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল অনুব্রতকে

Advt

Previous articleএবার বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল অনুব্রতকে
Next articleস্বামীর আত্মঘাতী হওয়ার ভিডিও রেকর্ড! প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার স্ত্রী