টিকা নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত আশুতোষ রানা

টিকা নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত অভিনেতা আশুতোষ রানা

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আশুতোষ রানা।  তাঁর স্ত্রী রেণুকা সাহানে এবং পরিবারের অন্যদের করোনা পরীক্ষা হয়েছে। এখনও তাঁদের রিপোর্ট এসে পৌঁছয়নি।   নিজের করোনা আক্রান্ত হ ওয়ার খবর নিজেই  সোশ্যাল মিডিয়ায়  পোস্ট করে  জানিয়েছেন আশুতোষ রানা।  ৫৩ বছরের এই অভিনেতা লিখেছেন, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।  এ ব্যাপারে আমি আশাবাদী। মা জগৎজননী আমার সহায় থাকবেন এ বিশ্বাস আমার আছে।

শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের  ৬ তারিখ আশুতোষ এবং তাঁর স্ত্রী রেনুকা সাহানে কোভিডের টিকার প্রথম ডোজ নেন। সেই ছবি শেয়ার করে রেনুকা টুইটারে লিখেছিলেন, “ভ্যাকসিন নিলাম। মাস্ক পরবেন, সামাজির দূরত্ব বজায় রাখবেন।” ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন ডাক্তার এবং নার্সদেরও। কিন্তু তা সত্ত্বেও করোনায় আক্রান্ত হলেন আশুতোষ।

শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের  ৬ তারিখ আশুতোষ এবং তাঁর স্ত্রী রেনুকা সাহানে কোভিডের টিকার প্রথম ডোজ নেন। সেই ছবি শেয়ার করে রেনুকা টুইটারে লিখেছিলেন, “ভ্যাকসিন নিলাম। মাস্ক পরবেন, সামাজির দূরত্ব বজায় রাখবেন।” ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন ডাক্তার এবং নার্সদেরও। কিন্তু তা সত্ত্বেও করোনায় আক্রান্ত হলেন আশুতোষ।

Advt