‘এবার কুম্ভ মেলা প্রতীকী হওয়া উচিত’। দেশজুড়ে করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউ যেভাবে ক্রমশ আতঙ্কের কারণ হয়ে উঠেছে এবং এই আবহে কুম্ভ মেলার(Kumbh Mela) ভয়াবহতাকে অনুমান করে শনিবার এমনই টুইট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

আরও পড়ুন:২ লক্ষের গণ্ডি পেরিয়ে দেশে করোনা সংক্রমণ আড়াই লক্ষ ছুঁই ছুঁই, গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু

করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে দেশে। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ভয়াবহ এই পরিস্থিতির মাঝে চলছে বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। মাস্ক ছাড়া হাজার হাজার সাধু সন্ন্যাসীদের স্নান করতে দেখা যাচ্ছে এই উৎসবে। এই মেলা সুপারস্প্রেডার হিসেবে কাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কোন পরিস্থিতির মাঝেই কুম্ভ মেলা ও করোনার বাড়বাড়ন্ত নিয়ে জুনা আখড়ার স্বামী অভদেশানন্দ গিরির সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদি। এরপরই টুইট করে তিনি লেখেন, ‘জুনা আখড়ার স্বামী অভদেশানন্দ গিরিকে ফোন করেছিলাম আমি এবং সমস্ত সাধুজদের স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলাম। সংস্থার সঙ্গে সমস্ত সাধুরাই সহযোগিতা করছেন যতটা সম্ভব।’

मैंने प्रार्थना की है कि दो शाही स्नान हो चुके हैं और अब कुंभ को कोरोना के संकट के चलते प्रतीकात्मक ही रखा जाए। इससे इस संकट से लड़ाई को एक ताकत मिलेगी। @AvdheshanandG
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
পাশাপাশি আরও একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি ওঁদের অনুরোধ করলাম যাতে এবার কুম্ভমেলাকে প্রতীকী বানানো হয়। কোভিডের বিরুদ্ধে আমরা যদি আমাদের লড়াই আরও শক্ত করতে চাই, তাহলে এটাই করতে হবে।’
