কৃষ্ণনগরে করোনায় মৃত ব্যক্তির দেহ সরাতে সময় লাগল ২৪ ঘণ্টা

নদিয়ার কৃষ্ণনগরে শক্তিনগর এলাকায় দীর্ঘক্ষণ পড়ে থাকল এক করোনা রোগীর মৃতদেহ। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । কারণ, ওই মৃত ব্যক্তির থেকে করোনা ভাইরাস এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা । মৃত ব্যক্তির নাম বিপ্লব সাহা ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছিলেন মৃত ব্যক্তি । যদিও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় তার গায়ে জ্বর ছিল। অথচ তারপরও করোনায় মৃত্যু হয় ওই ওষুধের দোকানের মালিকের।
প্রায় ২৪-ঘণ্টা চেয়ারে পড়ে থাকে মৃতদেহ। বাড়িতে একা মৃতের বৃদ্ধা স্ত্রী এই ঘটনায় হতবাক ।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দুটো নাগাদ কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের বিপরীতে ওষুধের দোকানের মালিকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
অভিযোগ, স্থানীয় পুরসভাকে খবর দেওয়া হয়েছিল । অথচ প্রশাসনের তরফে মৃতদেহ নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি । করোনার সরকারি হেল্প লাইন নম্বরে ফোন করেও মেলেনি কোনও সহযোগিতা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্টের সমস্যা বাড়লেও কৃষ্ণনগর পুর-হাসপাতাল বন্ধ ছিল। তাই ওই ব্যক্তিকে ভর্তি করা সম্ভব হয়নি। চেয়ারে বসা অবস্থাতেই মারা যান তিনি। সেই অবস্থায় ২৪-ঘণ্টা ধরে পড়ে থাকে দেহ।

Advt

Previous articleফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ২০২ পয়েন্ট নামল সেনসেক্স
Next articleকরোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বঙ্গবাসী, মৃত্যু ও সংক্রমণে রেকর্ড মারণ ভাইরাসের