বিজেপি শাসিত রাজ্যে করোনা আক্রান্ত স্ত্রীর মুণ্ডচ্ছেদ করে আত্মঘাতী স্বামী

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) রেকর্ড সংক্রমণ। মৃত্যু মিছিল। অক্সিজেন নেই, ভ্যাকসিন নেই, হাসপাতালে বেড নেই। মোদির “নেই রাজ্যে” করোনার এই ভয়ঙ্কর চোখ রাঙানিতে এবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো গোটা দেশ।

স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ (Movie Positive Wife) আসার পরই তাঁর মাথা কেটে খুন করলেন স্বামী (Murdered by Husband)। পরে আত্মঘাতী (Suicide) হন তিনি নিজেও। বিজেপির (BJP) জোট সঙ্গী নীতিশ কুমারের (Nitish Kumar) বিহারের (Bihar) পাটনায় (Patna) ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, স্বামীর নাম অতুল লাল। তিনি রেলের কর্মী। তাঁর স্ত্রী কাজ করতেন বেসরকারি সংস্থায়।

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়ির মধ্যেই স্ত্রীর মুণ্ডচ্ছেদ করে ছাদ থেকে ঝাঁপ দেন অতুল। পাটনার পত্রকার নগরে বাস করতেন ওই দম্পতি। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advt