Wednesday, November 5, 2025

কোভিড রোগীদের পাশে ‘বন্ধু আছি’

Date:

Share post:

কোভিডে আক্রান্তদের দ্রুত সুস্থতার একমাত্র উপায় প্রোটিনযুক্ত খাবার। কিন্তু আক্রান্তদের সকলেই কোভিড সংক্রমিত হলে খাবারের উপায় কী? সেই সমস্যার সমাধানেই এবার হাজির ‘বন্ধু আছি’ টিম। হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের বাড়িতে দুবেলা পুষ্টিকর খাবার পাঠানো দায়িত্ব নিলেন অভিনেতা অঙ্কুশ, বিক্রম চট্টোপাধ্যায় ও গায়ক অনীক ধর।করোনা আবহে বিনামূল্যে সুষম খাবার পৌঁছে দেবে এই টিম। বুধবার থেকে এইএমপিএল এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় প্রথমে গায়ক অনীক ধর এই উদ্যোগ নেন। পরে তাতে যোগ দেন বিক্রম ও অঙ্কুশ। ‘বন্ধু আছি’ প্রসঙ্গে অভিনেতা বিক্রম বলেন, অসময়ে রোগীর পাশে না দাঁড়াতে পারলে কিসের অভিনেতা।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লাইভে এসে ‘বন্ধু আছি’ প্রসঙ্গে  জানান অভিনেতা অঙ্কুশ।তিনি বলেন, কলকাতার বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগে শামিল হয়েছেন তিনি। তিনি, অনীক ও বিক্রম ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহায়তায় এই লড়াইয়ে যুক্ত হয়েছেন। অঙ্কুশ জানান, এই খারাপ সময়ে মানুষের পাশে থাকাটা জরুরি। আর সেই জন্যই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। নিজেদের সবটা দিয়ে তাঁরা চেষ্টা করবেন। দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে পার্ক সার্কাস এবং টালিগঞ্জ থেকে ভবানীপুর পর্যন্ত এই খাবার সরবরাহ করা হবে। পরিষেবা পেতে আক্রান্তদের আধার কার্ড এবং কোভিড রিপোর্টের শংসাপত্রের জেরক্স-সহ যোগাযোগ করতে হবে ৯৩৩০৩ ৬৬৫৪০ নম্বরে।

অঙ্কুশ বলেন, কোভিডের সব রকম সতর্কতা মেনে এই খাবার পৌঁছে দেওয়া হবে। গোটা রাজ্যের মানুষের কাছে তাঁরা এইভাবে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে চান। এর জন্য তাঁদের সকলের সাহায্য দরকার। তাঁর ভক্তদের অনুরোধ করেছেন যে যেমন ভাবে পারবে যেন পাশে থাকে। ‘বন্ধু আছি’-র উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।  প্রসঙ্গত, ইতিমধ্যেই কোভিড আক্রান্তদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও সাংসদ- অভিনেতা দেব।  দেবের রেস্তরাঁ ‘টলি টেলস’ মঙ্গলবার থেকে ৫০ জনকে খাবার পৌঁছে দেওয়া শুরু করেছে। সেই উদ্যোগে নতুন সংযোজন ‘বন্ধু আছি’ টিম।

Advt

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...