ইংল্যান্ড সফরে দলে সুযোগ পাননি। তাতে অবশ্য কোনও হেলদোল নেই ভারতীয় তরুণ পেসারের। বেশ খোশ মেজাজেই আছেন তিনি ।নভদীপ সাইনি কিনে ফেলেছেন নিজের নতুন বাইক। নায়কোচিত ঢঙে খালি গায়ে চোখে রোদ চশমা পরে সাইনিকে রেস ছাড়তে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় । মুহূর্তে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

Accompany me on my bike to feel the fear @harleydavidson pic.twitter.com/iosa8wS2ya
— Navdeep Saini (@navdeepsaini96) May 30, 2021
যে কোনও হিন্দি সিনেমাকে হার মানাবে নভদীপ সাইনির নায়কোচিত ভিডিও। ভারতীয় ফাস্ট বোলারকে শার্টলেস অবস্থায় নিজের নতুন হার্লে ডেভিডসন বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। সাদা প্যান্ট পড়ে সাইনি রিলের নায়কদের মতোই রেস ছেড়ে ধোঁয়ায় ধূসরিত করেছেন চতুর্দিক। সঙ্গে কিলার অ্যাটিটিউটে নেটিজেনদের মন জয় করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তরুণ ফাস্ট বোলার। সঙ্গে সাইনির ক্যাপশন ‘অ্যাকম্পানি মি অন মাই বাইক টু ফিল দ্য ফিয়ার’ । যা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জুলাাইয়ের শ্রীলঙ্কা সফরে সাইনিকে ভারতীয় দলে যে তিনি জায়গা পেতে চলেছেন, তা প্রায় নিশ্চিত। তার আগে করোনা ভাইরাসের জেরে লকডাউনে সতীর্থদের মতো বাড়িতেই অনুশীলন করতে হচ্ছে দিল্লির ফাস্ট বোলারকে।
আইপিএলে এখনও পযন্ত ২৭টি ম্যাচ খেলেছেন দিল্লির ফাস্ট বোলার। ১৭টি উইকেট নিয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত দুটি টেস্ট, সাতটি ওয়ান ডে ও দশটি টি২০ ম্যাচ খেলেছেন নভদীপ সাইনি। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ৪, ৬ ও ১৩টি উইকেট নিয়েছেন।
