Tuesday, August 26, 2025

আই-প্যাকের সঙ্গে চুক্তি বাড়াল তৃণমূল! সূত্রের খবরে জল্পনা পিকের ভূমিকা নিয়ে

Date:

Share post:

2026 পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তি হল আইপ্যাকের- তৃণমূল সূত্রে এমনটাই খবর। তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনে ভোট কুশলীর কাজ করবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)? এখন এই চর্চাই চলছে রাজনৈতিক মহলে।

2021 এর ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের। ভোটের আগে তিনি বলেছিলেন, তাঁর প্রেডিকশন না মিললে, কাজ ছেড়ে দেবেন। নির্বাচনের ফল বেরোনোর পর দেখা যায়, পিকে যা যা বলেছিলেন তা সব মিলে গিয়েছে। তারপরেও তিনি বলেন, আর ভোট কুশলীর কাজ করতে চান না। এবার অন্য কোনও কাজ করবেন। এরপরেই রাজনীতিতে পিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জল্পনা শুরু হয়।

তবে এই পরিস্থিতিতে আইপ্যাকের সঙ্গে তৃণমূল (Tmc) 2026 পর্যন্ত চুক্তি করল বলে সূত্রের খবর। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনেও একই ভূমিকায় দেখা যাবে প্রশান্ত কিশোরকে? আগামী লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর। ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি-বিরোধী জোটের মুখ হিসেবে প্রথম নাম উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। তিনিও বিভিন্ন সময় বলছেন, কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠানোই এখন লক্ষ্য। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে জোড়াফুলের সঙ্গেই থাকছে আইপ্যাক। তবে ভোট কুশলীর কাজ করবেন না- পিকের এই ঘোষণার পরে 2024-এ তাঁর কী ভূমিকা থাকবে সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এদিকে আইপ্যাকের (Ipac) সঙ্গে তৃণমূলের চুক্তির খবরে গেরুয়া শিবিরে উচাটন তৈরি হয়েছে। বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, এজেন্সি দিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এতে গণতন্ত্র থাকে না। যদিও তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ঘাসফুল শিবির। তারা স্পষ্ট জানিয়েছে, শুধু 2024-র লোকসভা নির্বাচনই নয়, তার আগেও গুজরাটে বিজেপি সরকারের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। এখন এজেন্সির ধুয়ো তুলে জনগণের রায়কে নস্যাৎ করা হাস্যকর।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...