Friday, November 14, 2025

করোনার জের: ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের মেয়াদ ৩ মাস বাড়াল কেন্দ্র

Date:

Share post:

করোনা আতিমারির ( corona pandemic) জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক (central road and transport ministry) ড্রাইভিং লাইসেন্স,(driving licence) , রেজিস্ট্রেশন সার্টিফিকেট (registration certificate), ও পারমিট (renewal of permit) পুনর্নবীকরনের মেয়াদ আরও ৩ মাস বাড়ালো। অর্থাৎ যে পারমিট বা রেজিস্ট্রেশনের বৈধতা ৩০ জুন শেষ হয়ে যাওয়ার কথা তা বৈধ থাকবে আরো তিনমাস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সড়ক ও পরিবহণ মন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণ এড়াতেই এই পদক্ষেপ। নির্দেশিকায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি( Nitin Gadkari) জানিয়েছেন, করোনা যাতে না আর ছড়িয়ে পড়ে তাই পারস্পরিক সংযোগ এড়াতে সব ধরনের পারমিটকেই সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ধরা হবে। সেই নির্দেশিকা টুইটও করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। গত ১ ফেব্রুয়ারি যেসব নথির বৈধতা শেষ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশিকা মেনে চলতে বলেছে। উল্লেখ্য, করোনা সংক্রমণ এড়াতে সম্প্রতি নীতিন গডকরির কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এখন থেকে আর ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীকে আঞ্চলিক পরিবহণ অফিস অর্থাৎ আরটিও তে গিয়ে পরীক্ষা দিতে হবে না। কোনও বৈধ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সেখানে পরীক্ষায় পাশ করলেই হাতে চলে আসবে ড্রাইভিং লাইসেন্স। আগামী জুলাই থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। ড্রাইভার ট্রেনিং সেন্টারে কোনও ব্যক্তির প্রশিক্ষণ শেষ হওয়ার পর তা অডিট করলেই সেই তথ্য পৌঁছে যাবে আরটিও অফিসে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। এক আধিকারিক জানিয়েছেন, সম্পূর্ণ পদ্ধতিটাই প্রযুক্তি নির্ভর হবে। যেসব ড্রাইভিং সেন্টার নির্দিষ্ট শর্তাবলী মেনে নেবে, তাঁদেরই বৈধতা দেবে আরটিও ।

 

spot_img

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...