টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ১০ হাজার মিটারের যোগ্যতা অর্জন করতে পারলেন না মো ফারার( Mo Farah) । শুক্রবার ব্রিটিশ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় ২৭ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করার লক্ষ্যমাত্রা ছিল মো ফারার। কিন্তু ফারা তার থেকে ২২ সেকেন্ড বেশি সময় নেন। যার ফলে টোকিও অলিম্পক্সে যোগ্যতা অর্জন করতে পারলেন না তিনি।

৫ হাজার এবং ১০ হাজার মিটারে অলিম্পিক্সে জোড়া সোনা রয়েছে ফারার। এমনকী, এই দুই রেসে ৬টি বিশ্বখেতাবও রয়েছে তাঁর।

শুক্রবারের ব্রিটিশ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দৌড়ে অর্ধেক পথ সঠিক গতিতেই যাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকেন বাকিদের থেকে। এই হারের পর ফারার বলেন,” যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ। নিজের কেরিয়ারকে এতদূর টানতে পেরে আমি গর্বিত।”

আরও পড়ুন:শেষ ষোলোর প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি ডেনমার্ক
