গাড়ি দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রী বোঝাই গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে লেকটাউনের শ্রীভূমির কাছে।

লেকটাউন থেকে উল্টোডাঙা যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পরে গাড়ির চালক-সহ চারজন আরোহী পালিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই এক যাত্রীকে আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনায় কারো প্রানহানি হয়নি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-রাজ্যে জোর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে!

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। পাশাপাশি, গাড়ির চালক-সহ চারজন আরোহী পালিয়ে গেলেন কেন, তা খতিয়ে দেখা হচ্ছে।