জম্মু কাশ্মীরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লে তে পৌঁছেই দিলীপ উদ্বোধন করলেন বিনামূল্যে অক্সিজেন পার্লারের। বিজেপির সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে জম্মু কাশ্মীর গিয়েছেন দিলীপ।

দিন তিনেক আগেই বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে সূর্যাস্তের ছবি ফেসবুকে দিয়েছিলেন দিলীপ ঘোষ। সাংসদের এই ছবি নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয় আর সেই জল্পনায় জল ঢেলে দিলীপ জানান, সব বিষয়েই কিছু মানুষ বিতর্ক তৈরি করতে চায়। আমি ছবি তুলতে ভালোবাসি, তাই ছবি তুলেছি। কাশ্মীরে পৌঁছেও দিলীপ তাঁর লেন্সে ধরেছেন বেশ কয়েকটি ছবি। কাশ্মীর উপত্যকায় কিছু সাংগঠনিক কাজে গিয়েছেন। বুধ-বৃহস্পতিবার লে-লাদাখে যান। সিন্ধু দর্শনও করেন। শুক্রবার লাদাখের বিখ্যাত প্যাংগং লেকে যান। নীল জলরাশির ছবি ক্যামেরাবন্দি করেন। আরএসএসের কিছু সাংগঠনিক কাজও সারেন। জওয়ানদের সঙ্গেও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। দিলীপ জানিয়েছেন, ছোটোবেলা থেকেই তিনি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ চেয়েছিলেন। সেই পরিস্থিতিতে ভূস্বর্গে গিয়ে তিনি খুশি। সোমবার সংসদের বাদল অধিবেশনে উপস্থিত থাকছেন মেদনীপুরের সাংসদ।

আরও পড়ুন- শুভেন্দুর দেহরক্ষীর রহস্য-মৃত্যু মামলায় নয়া মোড়, গ্রেফতার প্রাক্তন দেহরক্ষী

আরও পড়ুন- অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে উধাও ৬৫ হাজার টাকা!
