Saturday, November 8, 2025

এসপি-কে হুমকির জের: শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথ কে (Amarnath K) কাশ্মীরে বদলির হুমকির জেরে বেকায়দায় বিজপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

সোমবার, পূর্ব মেদিনীপুরের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে তমলুকের নিমতৌড়ির এসপি অফিসের সামনে সভা করেন শুভেন্দু। ছিলেন জেলার বাকি বিজেপি বিধায়করাও। সেই সভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “এখানে এসপি হয়ে এসেছেন বাচ্চা ছেলে মিস্টার অমরনাথ। কী করছেন, কাকে ডাকছেন, সব জানি। আমি অনেক পুরনো খেলোয়াড়। শুধু বলে গেলাম, আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয়”।

এখানেই শেষ নয়, জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নাম ধরে ধরে আক্রমণ করেন শুভেন্দু। এমনকী, সিবিআই তদন্তেরও হুঁশিয়ারি দেন তিনি।

এর জেরেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। পুলিশ সুপার অমরনাথ বলেন, সরকারি আধিকারিককে হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:পেগাসাস ব্যবহার করে মৌলিক অধিকার খর্ব!অবস্থান-বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

এই বিষয়ে শুভেন্দুর গ্রেফতার দাবি তুলল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সিবিআই দিয়ে তদন্ত করবেন বলে হুমকি দিচ্ছেন তিনি। তাঁর গ্রেফতারের দাবি করেন কুণাল ঘোষ।

পাশাপাশি, ফোনে আড়িপাতা কাণ্ড নিয়েও তীব্র আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী নিজেই দাবি করেছেন, তাঁর কাছে তৃণমূল নেতার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ফোন কলের রেকর্ড রয়েছে। তিনি বলেন, “এটা ফোনে আড়ি পাতার প্রমাণ“। অবিলম্বে ওকে গ্রেফতার করে তদন্ত শুরু করার দাবি জানান তিনি।

তবে, পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করায় শুভেন্দু বেশ চাপে বলে মত রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...