দু’মাস মদ বিক্রি করতে পারবে না ‘দ্য পার্ক ‘ এবং ‘হিন্দুস্থান হোটেল ইন্টারন্যাশনাল’

মহানগরের দুই অভিজাত হোটেল ‘দ্য পার্ক ‘ (the park) এবং ‘হিন্দুস্থান হোটেল ইন্টারন্যাশনালে’ (Hotel Hindustan international) মদ পরিবেশনে নিষেধাজ্ঞা (restriction for selling wines) জারি করল আবগারি দফতর। করোনা বিধি নিষেধ লঙ্ঘন করে রাত পর্যন্ত প্রচুর লোকজন জমায়েত করে পার্টি চালানোর অভিযোগ উঠেছিল এই দুই হোটেলের বিরুদ্ধেই। শুধু করোনা (Corona protocol) বিধিনিষেধ লঙ্ঘন করে মদ্যপানই নয়, দুই হোটেলের বিরুদ্ধে আরো কিছু গুরুতর অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে দু’টি হোটেলের বিরুদ্ধেই পৃথক তদন্ত শুরু হয়। কলকাতা পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে যৌথভাবে এই তদন্ত চালানো হয়েছিল। দুই হোটেলের ম্যানেজারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয় এবং গত সপ্তাহে এর শুনানি শেষ হয়। শুনানি শেষে দুই হোটেল কর্তৃপক্ষকেই দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৬০ দিন অর্থাৎ দুমাস উভয় হোটেলেরই পানশালা বা হোটেল রুমে মদ বিক্রি করা যাবে না । আগামী দু’মাসের জন্য কঠোরভাবে এই দুই হোটেলে মদ বিক্রি পুরোপুরি বন্ধ থাকবে।

Previous articleপাহাড়ে ‘বিপদে’ গেরুয়া শিবির! প্রকাশ্যে বিজেপি বনাম বিজেপির লড়াই
Next articleমিথ্যে প্রতিশ্রুতি শাহর! ভ্যানচালকের পাশে সেই রাজ্যই