Friday, November 7, 2025

বৃদ্ধি নয়, দেশের অর্থনীতি তলানিতে যাচ্ছে: GDP রিপোর্ট ফুৎকারে উড়িয়ে দাবি কৌশিক বসুর

Date:

Share post:

২০২১-২২ অর্থবর্ষের(economic year) প্রথম ত্রৈমাসিকে(এপ্রিল-জুন) মোট জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে এমন দাবি করা হলেও, এই রিপোর্টকে কার্যত ফুৎকারে উড়িয়ে মোদি সরকারের(Modi government) কড়া সমালোচনা করলেন ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু(Kaushik Basu)। পাশাপাশি তিনি জানালেন, প্রতিবছর ভারতের জিডিপি ক্রমাগতভাবে নিম্নমুখী। স্বাধীন ভারতে এত দীর্ঘ অর্থনৈতিক পতন কখনো ঘটেনি।

মনমোহন সিংয়ের(Manmohan Singh) সঙ্গে কাজ করা পদ্মভূষণ প্রাপ্ত এই অর্থনীতিবিদ সম্প্রতি মোদি সরকারের নীতির তীব্র সমালোচনা করে এক টুইট করেন। যেখানে দেশের অর্থনীতির পতনের কারণ বিশদ ব্যাখ্যা করে তিনি লেখেন, “২০১৬ সাল থেকে প্রতিবছর নিম্নমুখী হচ্ছে দেশের জিডিপি। ১৯৪৭ সাল থেকে এতো দীর্ঘ পতন কখনো ঘটেনি। সর্মথকরা মনে করতে পারে মহামারীর কারণে এমনটা ঘটেছে, কিন্তু আসল কারণ হলো সরকারের নীতিগত ব্যর্থতা। যার জেরে দেশের গরীব মানুষ ভুক্তভোগী যুবসম্প্রদায় কৃষক এবং ক্ষুদ্র ব্যবসা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আর সেটাই অর্থনীতির পতনের মূল কারণ।” বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুর এই টুইটে স্বাভাবিকভাবে চাপে মোদি সরকার।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি সঙ্কোচন পৌঁছে গিয়েছিল তলানিতে। প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০২০) রেকর্ড পতন হয়ে জিডিপির সঙ্কোচন বা ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল ২৪.৪ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ে দাঁড়ায় (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) মাইনাস ৭.৫ শতাংশে। সেখান থেকে ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে(এপ্রিল-জুন) মোট জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ। তবে সরকার অর্থনীতির উন্নতির আভাস দিলেও আদতে দেশের অর্থনীতি ভয়াবহভাবে নিম্নগামী এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা।

advt 19

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...