Wednesday, August 20, 2025

Sayani vs Dilip: বিজেপি-তে মহিলারা সম্মান পান না: সায়নীর অভিযোগের পাল্টা জবাব দিলীপের

Date:

Share post:

শ্রাবন্তী ইস্যুতে এবার বাকযুদ্ধ সায়নী-দিলীপের

24 ঘণ্টার বেশি সময় হয়ে গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) তাঁর বিজেপিতে ত্যাগের কথা জানিয়েছেন। কিন্তু তা নিয়ে বিতর্ক থামছে না। এবার এই বিষয়ে বাগযুদ্ধে জড়ালেন যুব তৃণমূলের (Tmc) রাজ্য সভাপতি সায়নী ঘোষ (Sayani Ghosh) এবং বিজেপির (Bjp) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

শ্রাবন্তী দল ছাড়ার পর যুব তৃণমূলের রাজ্য সভাপতি লিলুয়ায় এক অনুষ্ঠানে বলেন, কোনও মহিলার পক্ষেই বিজেপি-তে থাকা সম্ভব নয়। মন্তব্যের পরে সায়নীকে পাল্টা আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “সায়নী ঘোষ নিজেকে কী মনে করেন? আমরা ৪-৫ জনকে মহিলা রাজ্যপাল করেছি। প্রথম বিদেশ মন্ত্রী, প্রথম প্রতিরক্ষামন্ত্রী মহিলা হয়েছেন।” এরপরই দিলীপের বেলাগাম মন্তব্য, “তৃণমূল যাঁকে মহিলা ভাবেন, তিনি নিজেকে মহিলা ভাবেন না।”

তবে, দল ছাড়লেও শ্রাবন্তী সম্পর্কে দিলিপের মনোভাব যথেষ্ট সদর্থক। তিনি বলেন, “শ্রাবন্তী ভাল মেয়ে। উনি রাজনীতি করুন বা না-ই করুন ভাল থাকুন।” এর আগে বিজেপি ছেড়েছেন এক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

শ্রাবন্তী দল ছাড়ার প্রসঙ্গে সায়নী প্রশ্ন তোলেন, কেন একের পর এক তারকা বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন? এর উত্তরে দিলীপের অভিযোগ, টালিগঞ্জে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না বলেই ওঁরা চলে যাচ্ছেন।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, বাপ্পি লাহিড়ি, মনোহর আইচ, বাবুল সুপ্রিয়র মতো সেলেবরাও বিজেপিতে ছিলেন। লকেট চট্টোপাধ্যায়ও তো চলচিত্র জগৎ থেকে বিজেপি-তে এসে লড়াই করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই মানুষ তাঁকে জিতিয়েছে।”

তবে একা সায়নী নন, এর আগেও অনেকেই বিজেপিতে মহিলাদের সম্মান না পাওয়ার অভিযোগ করেছেন তবে সেই অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব।

 

 

spot_img

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...