Wednesday, August 27, 2025

Char Dham Road: নিরাপত্তার প্রয়োজন, চারধাম সংযোগকারী রাস্তা চওড়া করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

চারধাম (Char Dham Road) সংযোগকারী রাস্তা চওড়া করা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিল কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক। রাস্তার অন্য প্রান্তে নিয়ন্ত্রণরেখার কাছেই চিন তৈরি করছে হেলিপ্যাড। তাই নিরাপত্তার দিকে নজর রেখেই ওই রাস্তা চওড়া করার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এই আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

কেন রাস্তা চওড়া করা হবে, তার কারণ হিসাবে কেন্দ্র নিরাপত্তার প্রশ্নটি তুলেছিল। কেন্দ্রের যুক্তি মেনে মঙ্গলবার চারধাম সংযোগকারী রাস্তা ১০ মিটার চওড়া করতে অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। উত্তরাখণ্ডে (Uttarakhand) রাস্তা আরও চওড়া করার বিষয়ে সুপ্রিম কোর্টের আপত্তি করেছিল এনজিও ‘গ্রিন ডুন’। তাদের যুক্তি ছিল, পরিবেশ রক্ষার্থেই এই রাস্তা চওড়া করা উচিত হবে না। এনজিও-এর যুক্তি মাথায় রেখে পরিবেশ রক্ষার বিষয়টিও যাতে যথাযথভাবে দেখা হয় তার জন্য এদিন একটি কমিটি গঠন করার কথা বলেছেন বিচারপতিরা। চারধামের রাস্তা চওড়া করার সময় তা যথাসম্ভব পরিবেশ বান্ধবভাবে হচ্ছে কিনা তার দেখভাল করবে এই কমিটি। এই কমিটি প্রতি চার মাস অন্তর প্রকল্পের অগ্রগতি নিয়ে আদালতকে অবহিত করবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এ কে সিক্রি।

আরও পড়ুন-Parliament Winter Session 2021: উত্তপ্ত সংসদ চত্বর: সাংসদদের মিছিল, ধর্না

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সীমান্তের নিরাপত্তায় কৌশলগত প্রয়োজনে রাস্তা (Char Dham Road) তৈরি করতে হতে পারে। বিষয়টি অন্য পাহাড়ি-এলাকার সঙ্গে এক করে দেখলে হবে না।

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...