ফের জাঁকিয়ে শীত কলকাতায়। মাঘ মাসের গোড়াতেই হাড় কাঁপানো ঠান্ডা। আজ (Today’s Forecast) ফের পারদ পতন। এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে আরও কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Today’s Forecast) থাকবে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। একইসঙ্গে তাপমাত্রাও কমেছে পাল্লা দিয়ে।

আরও পড়ুন-নৃত্যজগতে নক্ষত্রপতন! প্রয়াত কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যজুড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।