Monday, January 12, 2026

৫-জি পরিষেবা নিয়ে হুঁশিয়ারি আমেরিকান বিমান সংস্থাগুলির

Date:

Share post:

বিমান সংস্থাগুলির তরফে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হল আমেরিকায়৷৫জি সি ব্যান্ড পরিষেবায় বিমান চলাচলে সমস্যা হতে পারে৷ অবিলম্বে দেশের বিমান পরিষেবা দফতর দ্রুত হস্তক্ষেপ করুক, এমনটাই আবেদন জানানো হয়েছে । বুধবার থেকে আমেরিকায় যে ৫জি সি ব্যান্ড পরিষেবা চালু হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে৷ একই আপত্তি আগেই দেখা গিয়েছে ভারতে ৷

‘এয়ারলাইন্স অফ আমেরিকা’র অধীনে আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, আলাস্কা এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স, জেট ব্লু এয়ারওয়েজ, ফেডএক্স এক্সপ্রেস, সাউথইস্ট এয়ারলাইন্স-সহ বহু প্রথম সারির উড়ান সংস্থাগুলি রয়েছে৷ তারা আপত্তি জানিয়েছে আমেরিকান সরকারের কাছে৷ বলা হয়েছে, ৫জি জরুরি ভিত্তিতেই দেশের সর্বত্র চালু হোক ১৯ জানুয়ারি।

তারা জানিয়েছে,শুধুমাত্র বিমানবন্দরের রানওয়ের থেকে কমপক্ষে ২ মাইল (৩.২ কিমি) এলাকা বাদ রেখে৷ কারণ, ৫জি পরিষেবার ফলে ক্ষতি হতে পারে উড়ান শিল্প, পর্যটক, সরবরবার চেইন, টিকা বণ্টন, কর্মপ্রণালী ও বৃহত্তর অর্থনীতি।’ যদিও আগেই মার্কিন প্রশাসনের তরফে ন‌িশ্চিত করা হয় যে, দেশের ৫০টি বিমানবন্দরে বাফার জোন তৈরি করা হয়েছে। তারপরও উড়ান সংস্থাগুলি নিশ্চিত হতে পারেনি৷ তাই,  ক্রমশই উদ্বেগ বাড়ছে।

এরআগে ভারতে বিমানের উড়ান পরিষেবা বনাম ৫জি বিতর্ক ছড়ায়। ৪ জানুয়ারি ভারতীয় বিমানচালক সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ কেন্দ্রীয় বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি লেখে৷ চিঠিতে সংগঠনের সভাপতি সুরিন্দর মেহতা জানান, ট্রাই ও ডিজিসিএ একসঙ্গে পরিকল্পনা করে দেশে সি ব্যান্ড ৫জি মোবাইল পরিষেবা শুরু করুক। কারণ, বিমান সুরক্ষা প্রণালীর সঙ্গে  রেডিয়ো অল্টিমিটারের সঙ্গে ৫জি সিগন্যাল ইন্টারফেয়ারেন্সের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত৷

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...