Sunday, November 9, 2025

Kabir Suman: বিদ্বেষ থেকেই সন্ধ্যাকে পদ্মশ্রী: বিস্ফোরক অভিযোগ সুমন-বাশারের

Date:

Share post:

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার বিশিষ্টজনেরা। মঙ্গলবার, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম সম্মানের যে তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sadhya Mukherjee)। এই সংবাদ শোনার পরেই তা নিতে অস্বীকার করেছেন কিংবদন্তি গায়িকা। বুধবার, প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কবীর সুমন (Kabir Suman), শুভাপ্রসন্ন (Shubhaprasanna), আবুল বাশার (Abul Basar), সুদেষ্ণা রায়রা (Sudeshna Ray)। সেখানে বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। তিনি বলেন, বিদ্বেষ থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশিষ্ট লেখক আবুল বাশার বলেন, বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ রয়েছে কেন্দ্রের।

এদিন সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রকে তুলোধোনা করেন কবীর সুমন। তিনি বলেন, বিদ্বেষ থেকেই সন্ধ্যাকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা হয়েছে। এই বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীর জন্য মনোনীত করে তাঁকে অপমান করেছে কেন্দ্র। নবতিপর সন্ধ্যা নিজেই সঙ্গীতের প্রতিষ্ঠান। এবারের পদ্মভূষণের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা অনেকেই সন্ধ্যা মুখোপাধ্যায় ছাত্রতুল্য। এই কলকাতাতেই আরও দুজন রয়েছেন যাঁরা পদ্মভূষণ। সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়া একেবারেই কেন্দ্রের অজ্ঞতা এবং বাংলার প্রতি বিদ্বেষমূলক মনোভাবের পরিচয় দেয়। প্রাক্তন তৃণমূল সাংসদের কথায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বাংলার প্রাণ। এই কলকাতা রবিশঙ্করকে, আলি আকবর খাঁকে তৈরি করেছে। সেখানকার একজনকে এই বয়সে পদ্মশ্রী দেওয়া মানে বাংলাকে অপমান করা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের দীর্ঘ ইতিহাস এবং বিভিন্ন ঘরানার গানে তাঁর দক্ষতার কথা তুলে ধরেন কবীর সুমন।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বিশিষ্ট লেখক আবুল বাশারও। তিনি বলেন, বাঙালি বিদ্বেষ থেকেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। প্রকৃত প্রতিভাকে সম্মান করে না কেন্দ্রীয় সরকার। আবুল বাশারের কথায়, বাঙালির রোম্যান্স শুরু বঙ্কিমচন্দ্র দিয়ে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে। তিনি কত বড় মাপের শিল্পী তাঁর কোনো ধারনাই কেন্দ্রীয় সরকারের নেই। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠের জাদুতে মুগ্ধ আপামর বাঙালি। সেই ঐতিহ্যের কথা কেন্দ্র জানে না বলেই তাঁকে পদ্মশ্রী দেওয়ার কথা ভাবতে পারে।

সাংবাদিক বৈঠকে উপস্থিত শুভাপ্রসন্ন বলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীতে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত অত্যন্ত অপমানজনক। উপস্থিত থাকতে পারেননি কবি জয় গোস্বামী। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর লেখা বিবৃতি পড়ে শোনান শুভাপ্রসন্ন।

চিত্রপরিচালক সাংবাদিক সুদেষ্ণা রায় বলেন, পদ্ম সম্মানের তালিকা যাঁরা তৈরি করেছেন, তাঁদের ধারনাই নেই সন্ধ্যা মুখোপাধ্যায় কে? একজন বাঙালিকে পুরস্কার দিতে হবে, এই বলেই পদ্মশ্রীর তালিকায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম দেওয়া হয়েছে। এটা বাংলার পক্ষে অপমানজনক।

আরও পড়ুন:জয়প্রকাশ-রীতেশ ইস্যুতে মুখে কুলুপ দিলীপের

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...