Tuesday, January 13, 2026

Atk Mohunbagan: ‘এই জয় বাগান সমর্থকদের জন‍্য’, বললেন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্ডো

Date:

Share post:

ডার্বিতে চারে চার এটিকে মোহনবাগানের ( ATK Mohunbagan)। শনিবার রাতে আইএসএলের ( ISL) ফিরতি ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে ( Sc EastBengal) ৩-১ গোল হারায় বাগান ব্রিগেড। সৌজন‍্যে কিয়ান নাসিরি (Kiyan Nasiri)। পরিবর্ত হিসাবে মাঠে নামেন তিনি। আর কিয়ানের এই পারফরম্যান্সে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্ডো। বললেন, কিয়ানের জন্য আমি খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে।

এদিন সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ বলেন,” কিয়ানের জন্য আমি খুব খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে, উন্নতিও করেছে অনেক। ম্যাচটা যখন বেশ কঠিন জায়গায় চলে যাচ্ছিল, তখন আমরা সিস্টেম পরিবর্তনের সিদ্ধান্ত নিই। কিয়ানকে নম্বর নাইনের মতো ব্যবহার করতে চেয়েছিলাম। ও যে সফল হয়েছে, সে জন্য আমি খুবই খুশি। ওর মতো তরুণ ফুটবলার সফল হওয়ায় আমি খুব খুশি হয়েছি।”

প্রথম ডার্বি ম‍্যাচ। দলের দায়িত্ব নিয়ে প্রথম ডার্বিতে দলকে জয় এনে দিয়েছেন। আর জয়ের ফলে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে দল। দলের এই জয় পেয়ে উচ্ছসিত জুয়ান। এদিন তিনি বলেন,” আজ নিশ্চয়ই আমাদের ক্লাবের মালিক খুব খুশি হয়েছেন। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম‍্যাচ ছিল। কারণ, আমাদের সামনে এখনও ন’টা ম্যাচ রয়েছে। মুম্বই, হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস অর্জনের দিক থেকে এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল।”

ফের ডার্বির রং সবুজ-মেরুন। আইএসএলে চারে চার এটিকে মোহনবাগানের। এই জয় যে সমর্থকদের মনে আনন্দ দিয়েছে, তা ভালই জানেন বাগান কোচ। তাই তো তিনি বলেন,” সমর্থকদের জন্য এই জয়। গত কয়েক দিন ধরে আমাদের সমর্থকেরা প্রচুর মেসেজ পাঠিয়েছেন যাতে আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচটা আমরা জিতি। ওদের আবেগ, অনুভূতি আমি বুঝি। ওদের জন্যও আমি খুশি। তারাও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য নিশ্চয়ই খুব খুশি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...