school reopen : এবার বেসরকারি স্কুলেও শুরু হচ্ছে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস

করোনা (corona virus) ভীতি কাটিয়ে এবং কোভিড বিধি (covid rules) মেনে এবার বেসরকারি স্কুলেও (Private School) পঠন-পাঠন শুরু হতে  (reopen) চলেছে। আপাতত প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস শুরু হবে। তবে ক্লাস হবে খোলা জায়গায়। শ্রেণিকক্ষের বদ্ধ ঘরে নয়।। মুক্ত পরিবেশে। সপ্তম শ্রেণি পর্যন্ত এখনও শ্রেণিকক্ষের ভিতরে  পঠনপাঠনের অনুমতি দেয়নি সরকার ।  তাই শ্রেণিকক্ষের বাইরেই ক্লাস নিতে চেয়ে আবেদন জানিয়েছে  আইসিএসই স্কুল সংগঠনগুলি।  ইতিমধ্যেই একাধিক বেসরকারি  স্কুল খোলা মাঠে বা ক্লাসঘরের বাইরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  শুধু রাজ্যের অনুমতির অপেক্ষা। তবে রাজ্য সরকার বেসরকারি বিদ্যালয়গুলির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কারণ রাজ্যের স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে ‘পাড়ায় শিক্ষালয়’ শুরু হচ্ছে। তাই বেসরকারি স্কুলগুলিও খোলা জায়গায় শিক্ষাদানের এমন উদ্যোগ নিতে পারে বলে জানানো হয়েছে। যদিও ঠিক কবে থেকে স্কুল খুলবে তা এখনও জানা যায়নি।

 

 

 

Previous articleবেঙ্গালুরুতে হতে পারে দিন-রাতের টেস্ট
Next article‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সার্জিক্যাল হামলা চালাচ্ছে মোদি সরকার’, সংসদে সরব সুখেন্দু