Thursday, November 13, 2025

Entertainment: নজর কাড়ল অরিন্দম শীল পরিচালিত ‘মহানন্দা’র টিজার! মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল

Date:

Share post:

ফার্স্ট লুকেই চমকে গেছিলেন সবাই, এবার এল পরের চমক। অরিন্দম শীল পরিচালিত ‘মহানন্দা'(Mahananda) ছবির টিজার সামনে আসতেই সবাই উচ্ছ্বসিত! বসন্ত পঞ্চমীর প্রাক্কালে খ্যাতনামা পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালনায় ‘মহানন্দা'(Mahananda) ছবির টিজার ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা।

আরও পড়ুনঃ Yogi Adityanath: মনোনয়ন পেশ যোগীর, কত টাকা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর?

চৈত্রের শেষে বড়পর্দায় আসছে ‘ মহানন্দা ‘! বিখ্যাত পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)  নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর নতুন ছবি মুক্তির দিনক্ষণ। আগামী ৮ এপ্রিল দর্শকের সামনে ‘ মহানন্দা’ ধরা দেবে।এই ছবির সবচেয়ে বড় সম্পদ নিঃসন্দেহে অভিনেত্রী গার্গী রায়চৌধুরী(Gargi Roy Chowdhury) । ছবিতে একদম অন্য লুকে ধরা দিয়েছেন প্রতিভাবান এই অভিনেত্রী। পরিচালক অরিন্দম শীল আগেই জানিয়ে ছিলেন যে ‘মহানন্দা’ আসলে মহান লেখিকা, সমাজকর্মী ও শিক্ষাবিদ মহাশ্বেতা দেবীর জীবন ও তাঁর সময়কাল থেকে অনুপ্রাণিত। এই ছবির টিজারের শুরুতেই শোনা যায় অভিনেত্রী ইশা সাহার (Isha Saha)কণ্ঠ! এই ছবির টিজার যেন উত্তপ্ত বঙ্গের এক টুকরো ছবি তুলে ধরল। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে যেন সামাজিক দর্পণ হয়ে উঠতে পারে একজন লেখিকার কলম, সেই আভাসও মিলল বটে! ছবির মুখ্য চরিত্র অভিনেত্রী গার্গী রায় চৌধুরীকে (Gargi Roy Chowdhury) এক ঝলক দেখা গেল টিজারে, আর সেখানেই আবারও তার বলিষ্ঠ অভিনয়ের ইঙ্গিত মিলল। সোশ্যাল মিডিয়ায় ‘মহানন্দা’-র পোস্টার পোস্ট করেন পরিচালক অরিন্দম শীল লেখেন, ‘আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ২০২২ সালের ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি দেখতে পাবেন আপনাদের সবচেয়ে কাছের প্রেক্ষাগৃহে।’

আরও পড়ুনঃ Sachin Tendulkar: ১০০০ তম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল, শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

এই ছবির সম্পদ তাঁর অভিনেতা অভিনেত্রীরা, একথা আগেই বলেছেন পরিচালক। এবার টিজারেই প্রমাণ মিলল। গার্গী রায়চৌধুরী ছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখরা। এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। তবে শুধু মাত্র মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। আর সেই কারণেই এই ছবি অনেক বেশি চ্যালেঞ্জিং অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর কাছে। তিনি নিজেই স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন এই ছবি তাঁর মনের খুব কাছের। সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন অভিনেত্রী। গার্গী কে ছাড়া এই ‘মহানন্দা’ করা প্রায় অসম্ভব ছিল মনে করছেন সিনেপ্রেমী মানুষ। সহমত পোষণ করছেন পরিচালক স্বয়ং। ফ্রেন্ডস কমিউনিকেশনের এই ছবি মুক্তি পাচ্ছে আগামি ৮ এপ্রিল।বহু আলোচিত এই ছবি দর্শকের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা!

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...