ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। পরপর তিনটি গাড়ির একটি অপরটিকে ধাক্কা মেরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন দুই গাড়িচালক। পুলিশ সূত্রের খবর, রবিবার রাত পৌন ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। আহতদের ন্যাশনাল মেডিকাল কলেজে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:Panihati Murder Update: পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার শ্যুটার
জানা গেছে, দুটি অ্যাপ ক্যাব ও একটি ট্র্যাক্সিচালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতিবেগও অনেকটাই বেশি ছিল। এমতাবস্থায় প্রথম গাড়িটি ব্রেক কষতেই পর পর থাকা গাড়িগুলি একে অন্যকে ধাক্কা মারে। ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। সজোরে একটি গাড়ি অন্যদিকে ধাক্কা মারায় দুটি গাড়ির পেছনের দিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে গাড়ির লাইট ও বিভিন্ন অংশ।
