“গতকাল বিরোধী দলনেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। ঠিক তারপর সন্ধ্যেবেলা আমাদের নেতাকে নোটিশ ধরানো হল। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ বিজেপি(BJP) এই কাজটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। বেছে বেছে টার্গেট করা হচ্ছে তৃণমূলকে(TMC)।” বৃহস্পতিবার বিধানসভা থেকে সাংবাদিক বৈঠক করে এভাবে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)।

কয়লা কাণ্ডে বুধবার সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই ইস্যুতেই বিধানসভা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু বলেন, “কয়লা কেন্দ্রের সম্পত্তি। সুতরাং নিজেদের প্রতিরক্ষায় কেন্দ্রীয় সরকার কী করছে? বেছে বেছে রাজনৈতিক প্রতিহিংসার মেটাতে টার্গেট করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আসলে বাংলায় ওরা যত হারছে ততই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে দাঁত নখ বের করছে।”

আরও পড়ুন:বিভাজন নয়, ঐক্যে সায় কংগ্রেসের “জি -২৩” গোষ্ঠীর নেতাদের

পাশাপাশি রাজ্য রাজনীতিতে সম্প্রতি গরু পাচারের ঘটনা নিয়ে যেভাবে ডামাডোল ফেলে দিয়েছে বিজেপি, সে ইস্যুতেও এদিন সরব হন ব্রাত্য বসু। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনাদের থেকেই শুনছি উত্তর প্রদেশ থেকে নাকি গরু এরাজ্যে আসে। যদি তাই হয় কোন বিজেপি নেতার ইন্ধনে গরু উত্তর প্রদেশ থেকে সীমান্ত পেরোয়? সেখান থেকে আবার কোন বিজেপি নেতার ইন্ধনে বিহার সীমান্ত পেরোয়?” একইসঙ্গে ব্রাত্য বসু বলেন, “চার রাজ্যে নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী সিবিআইয়ের প্রসঙ্গ তুললেন। এখানে স্পষ্ট কোনো রকম নীতির প্রশ্ন নেই। এই নির্বাচনে বিরোধীদের সমস্যায় ফেলার জন্য সিবিআইকে ব্যবহার করে গিয়েছে বিজেপি।”
