Saturday, January 17, 2026

উলুবেড়িয়ায় চেম্বার অফ কমার্সের উদ্যোগে গড়ে উঠছে টেক্সটাইল হাব

Date:

Share post:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের একাধিক ইউনিট রাজ্যে চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামিকাল বৃহস্পতিবার সম্মেলনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত বিনিয়োগকারীরা সামিল হবেন। সেখানেই রাজ্যে নতুন কোথায় কী  কী ক্ষুদ্র ও মাঝারি শিল্প আসছে তার বিস্তারিত  তথ্য তুলে ধরা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে শ্যামপুরে সিদ্ধেশ্বরী কটন মিলের ৫ একর জায়গায় গড়ে উঠবে  একটি টেক্সটাইল হাব। সেখানে ৫০০ জন মহিলা সহ প্রায় ১  হাজার জনের সরাসরি কর্মসংস্থান হবে। ২০ কোটি টাকা বিনিয়োগ হবে। এই ব্যাপারে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আগামিকাল বৃহস্পতিবার স্লাইড-শোয়ের মাধ্যমে উপস্থিত প্রতিনিধিদের সামনে পুরো প্রকল্পটির বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রবীর রায় জানান এই শিল্পতালুকে ৭-৮টি টেক্সটাইল কারখানা গড়ে উঠবে। রাজ্য সরকারের উদ্যোগে এখানকার পরিকাঠামোর উন্নতি ঘটানো হচ্ছে। কীভাবে এখানে শিল্পতালুকটি গড়ে উঠবে তার একটি রূপরেখা তৈরি করে আমরা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরে পাঠিয়ে দিয়েছি। এই শিল্পতালুকটি চালু হলে এখানকার আর্থ-সামাজিক ছবিটাই পুরো বদলে যাবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো এই উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের উদ্যোগে কাশফুলের বালিশ ও বালাপোশ তৈরি করা হয়েছে। শাটল কক তৈরির ক্লাস্টারও তৈরি করেছেন উলুবেড়িয়া বণিক সভার সদস্যরা। এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উলুবেড়িয়া বণিকসভার উদ্যোগে শ্যামপুরে টেক্সটাইল হাব তৈরির কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে।

spot_img

Related articles

গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)।...

বিজেপির লেটারহেডেই ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে! সত্যতা যাচাইয়ের দাবি কুণালের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে যথেচ্ছ ফর্ম-৭ জমা দিচ্ছে বিজেপির স্থানীয় নেতারা। নির্বাচন কমিশন বিরোধী দলনেতার এক...

কিউইদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে মহাকালেশ্বর মন্দিরে কোহলি 

শিব দরবারে কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের (Ind vs NZ third ODI) আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে হাজির...

আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবারের পরে ফের শনিবারও উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। বিহারে আরও এক স্থানীয় পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ তুলে...