Thursday, August 28, 2025

বেতনের উর্ধ্বসীমায় বিশেষ মাসিক ভাতা WBCS আধিকারিকদের: ঘোষণা মমতার

Date:

Share post:

রাজ্যে ডব্লিউবিসিএস আধিকারিকদের(WBCS Officers) জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতা টাউন হলে(Town hall) ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ডব্লিউবিসিএস আধিকারিকরা বেতনের উর্ধ্বসীমা পৌঁছানোর পর প্রতিমাসে একটি বিশেষ ভাতা পাবেন। শুধু তাই নয়, আধিকারিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থা করা হবে বলেও এ দিন জানান মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার টাউনহলে আধিকারিকের বার্ষিক সম্মেলনে উপস্থিত হয় মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, “বেতনের উর্ধ্বসীমায় পৌঁছানোর পর প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা। ” এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে অফিসাররা ভালো কাজ করেছেন। কোভিডে আমরা ৪ জন আমলাকে হারিয়েছি। সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। এছাড়াও এদিন আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। তিনি জানান, ‘এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে।’

আরও পড়ুন:রাজ্যের প্রাপ্য টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র: মোদিকে ফের নিশানা মমতার

এর পাশাপাশি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমলারাই হলেন রাজ্য সরকারের আসল মুখ। ভালো কাজের জন্য রাজ্য সরকার ডব্লুবিসিএস আধিকারিকদের পুরস্কৃত করছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ার জেলাশাসক ভালো কাজ করেছেন। ডব্লুবিসিএস অফিসার পদের সংখ্যা বাড়ানো হচ্ছে। দ্রুত পদোন্নতির সুযোগ করে দেওয়া হয়েছে। ডেপুটি সেক্রেটারি হতে আগে ১৬ বছর লাগত এখন ৮ বছর লাগে। যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে।” এছাড়াও আইএএস- ডব্লিউবিসিএসের মধ্যে ভেদাভেদ থাকা কাম্য নয় বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আগামী দিনে রাজ্যের জেলার সংখ্যা আরো বাড়তে পারে বলেও বার্তা দেন তিনি। সে ক্ষেত্রে রাজ্যে আইএএস অফিসারের সংখ্যা তুলনামূলক কম রয়েছে বলে এদিন উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।




spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...