Sourav Ganguly: প্লে-অফের আগে ইডেন পরিদর্শনে বিসিসিআই সভাপতি

বৃহস্পতিবার যখন ইডেনে আসেন সৌরভ তখন সেই সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

আইপিএলের (IPL) প্লে-অফের ম‍্যাচের আসর বসতে চলেছে ইডেনে (Eden)। ২৪ এবং ২৫ মে ক্রিকেটের নন্দন কাননে দু’বছর পর বসতে চলেছে আইপিএলের আসর। তার আগে তার প্রস্তুতি পর্ব দেখতে বৃহস্পতিবার ইডেনে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এদিন নিজে এসে দেখে গেলেন সব ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কি না। এমনটাই জানান হল সিএবির (CAB) পক্ষ থেকে।

চলতি আইপিএলে প্লে-অফের দু’টি ম্যাচ হবে ইডেনে। ২৪ এবং ২৫ মে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর। বৃহস্পতিবার যখন ইডেনে আসেন সৌরভ তখন সেই সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন সৌরভ। মাঠও ঘুরে দেখেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অভিষেক ডালমিয়া।

২৭ মে দ্বিতীয় আইপিএলে কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনাল হবে আমেদাবাদে।

আরও পড়ুন:Rishabh Pant: রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন পন্থ

Previous articleব্রিটিশ মিউজিয়ামের প্রদর্শনীতে স্থান পেল কুমোরটুলির কালীপ্রতিমা,গর্বিত বাংলা ও বাঙালি
Next article৩১ টুকরো করে খুনের বদলায় ৩১ গুলিতে ঝাঁঝরা অভিযুক্তের দাদা