Thursday, November 13, 2025

মানুষ দেখছে কে সীমা অতিক্রম করছেন: ধনকড়কে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

রবি সকালে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) তোপ দেগেছিলেন রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। তাঁর বক্তব্য ছিল, ‘সাংসদ সীমা অতিক্রম করেছেন।’ বেলা বাড়তেই এবার ধনকড়কে উদ্দেশ্য করে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখলেন, “মানুষ দেখছে। মানুষ জানে আসলে কে সীমা অতিক্রম করছেন।”

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রাজ্যপালের বক্তব্যের প্রতিবেদন তুলে ধরে পাল্টা তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি সর্বদা সত্য কথা বলে এসেছি। সত্যি বলাতেই বিশ্বাস করি। গতকাল, আমি বলেছিলাম কীভাবে কলকাতা হাইকোর্টে ১ শতাংশ কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করছে।” এরপরই কারো নাম না নিয়ে অভিষেক লেখেন, “মানুষ দেখছে। মানুষ জানে আসলে কে সীমা অতিক্রম করছেন।” কারো নাম না নিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের তীর যে রাজ্যপালকে উদ্দেশ্য করে তা বুঝতে খুব একটা সমস্যা হয় না।

উল্লেখ্য, হলদিয়ায় শ্রমিক ইউনিয়নের সভা থেকে SSC নিয়োগে CBI তদন্তের নির্দেশের সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কিছু মানুষ পক্ষপাত দুষ্ট আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। অভিষেকের এই মন্তব্যের পাল্টা দিয়ে নাম না করে রবিবার সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়। কারো নাম না নিয়েই তিনি বলেন, “এক সাংসদ সীমা ছাড়িয়েছেন। প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন। যে বিচারপতি SSC নিয়োগে CBI তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে। এটা খুবই নিন্দনীয়।” রাজ্যপালের এই মন্তব্যের পর অভিষেক বুঝিয়ে দিলেন, কে সীমা অতিক্রম করছেন তা রাজ্যবাসী দেখতে পাচ্ছে।




spot_img

Related articles

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...

মুকুলের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাই কোর্ট, কারণ কী!

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।...

পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র

পুর নিয়োগ মামলার তদন্তে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব করল ইডি...