মণিপুরে (Manipur) প্রবল বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর ধসে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, নোনে (None) জেলার ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২। এর মধ্যে ১৫ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান বলে সেনা সূত্রে খবর। তাঁদের মধ্য়ে ১০ জন এ রাজ্যের বাসিন্দা।

আরও পড়ুন:মণিপুরের ধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মণিপুরের ইতিহাসে এ এক ভয়াবহ ঘটনা- এলাকা পরিদর্শনে গিয়ে মন্তব্য় করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। এখনও ধ্বংসস্তূপের নীচে অন্তত ৫৫ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে বলে মত মণিপুরের মুখ্যমন্ত্রীর। NDRF ও সেনা উদ্ধারকাজ চালাচ্ছে। যাতায়াতের সমস্যা থাকায় উদ্ধারকাজ শেষ হতে ২-৩ দিন সময় লাগবে। বুধবার, রাত দেড়টা নাগাদ মণিপুরের নোনে জেলায় টুপুলে রেলওয়ে নির্মাণ শিবিরে ভয়াবহ ধস নামে। উত্তর-পূর্ব রেলের CPRO জানান, লাগাতার বৃষ্টির কারণে ধস নামে।

এদিকে, রাজ্যে ফিরছে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। তাঁদের মধ্যে ৯ জনের বাড়ি দার্জিলিং, মিরিক ও কার্শিয়ঙের এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। বাগডোগরা বিমান বন্দরে দুটি বিমানে মৃতগুলি নামানোর পরে ব্যাঙডুবি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে গান স্যালুট দেওয়ার পর দেহ পরিবারকে দেওয়া হবে।
