Wednesday, August 20, 2025

Asia Cup: জল্পনাই সত‍্যি, এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Date:

Share post:

অবশেষে জল্পনাই হল সত‍্যি। এশিয়া কাপের (Asia Cup) আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট (Srilanka Cricket)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) শ্রীলঙ্কা জানিয়ে দিল তাদের দেশে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়।দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্যই টি-২০ প্রতিযোগিতা আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গেলে এই প্রতিযোগিতা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহি, ভারত, বাংলাদেশ  বা অন্য কোনও দেশে।

এই নিয়ে এদিন এসিসি-র তরফে জানানো হয়েছে, “শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওঁদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওঁরা আয়োজন করতে পারবেন না।”

শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরে গেলে কোথায় আয়োজন করা হবে এই প্রতিযোগিতা? এই নিয়ে এশিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থার এক কর্তা জানিয়েছেন, “আমিরশাহি চূড়ান্ত বিকল্প জায়গা নয়। ভারত বা অন্য কোনও দেশে এই টি-২০ প্রতিযোগিতা হতে পারে। আগে শ্রীলঙ্কার কর্তারা আমিরশাহির কর্তাদের সঙ্গে আলোচনা করুন। শ্রীলঙ্কার প্রস্তাবে আমিরশাহি রাজি হলে এক রকম। না হলে অন্য কোনও দেশে হবে এই প্রতিযোগিতা।”

গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কা রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। কিন্তু সে দেশের ক্রিকেট কর্তারা আশা করেছিল, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ যে ভাবে তারা আয়োজন করেছিল, সেরকমই এশিয়া কাপ আয়োজন করতেও কোন সমস্যা হবে না। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়াতেই এই প্রতিযোগিতা আয়োজনের ঝুঁকি নিচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...