দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বিস্ফোরক দাবি করে বলেছিলেন, তাঁর ফোনে নাকি মেসেজ এসেছে, বিজেপিতে যোগ দিলে তাঁর বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের সমস্ত মামলা তুলে নেওয়া হবে। আর্থিকভাবেও লাভবান হবেন তিনি। একইসঙ্গে দিল্লির উপমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করে বলেছেন, সরকার ভাঙতে দিল্লির শাসক দল আম আদমি পার্টির বিধায়কদের ২০ কোটি টাকা করে প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপির তরফে। একটি টুইটে মণীশ সিসোদিয়া বলেন, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের সেনা। আমরা বিশ্বাসঘাতকতা করব না। আপনার ইডি, সিবিআই কোনও কাজে আসবে না।”

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপ শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ, বুধবার বিকেলে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে সভা ডেকেছেন। কেজরিওয়ালের অভিযোগ, তাঁর পার্টির অনেক বিধায়কদের দল ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। অন্যথায়, সিবিআই, ইডি দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হবে। এক একজন বিধায়ককে ২০ থেকে ২৫ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে আবগারি নীতি প্রণয়নে দুর্নীতির অভিযোগে সিসোদিয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। গত বৃহস্পতিবার তাঁর বাড়িতে ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যদিও সেভাবে কিছু মেলেনি বলেই খবর।
সিসোদিয়ার বিরূদ্ধে ইডিকেও লেলিয়ে দেওয়া হবে বলে অভিযোগ দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর।
