Tuesday, January 13, 2026

“সিবিআইয়ে আস্থা না রেখে উপায় নেই”, দিল্লির চাপে সুর নরম দিলীপের

Date:

Share post:

প্রকাশ্যে সিবিআইয়ের(CBI) উপর অনাস্থা দেখিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। যার জেরে অস্বস্তিতে পড়েছিল দল। দিলীপের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে রিপোর্ট তলব করেছিলেন খোদ জেপি নাড্ডা(JP Nadda)। এহেন পরিস্থিতিতে এবার সুর নরম করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। জানালেন, সিবিআইয়ে ভরসা না করে উপায় নেই। তদন্ত হচ্ছে এটাই বড় কথা।

প্রতিদিনের মতো শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। অনুব্রত মণ্ডল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে তদন্তের কথা বলা প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তাহলে কি আপনার ভরসা এল সিবিআইতে? উত্তরে দিলীপ বলেন, “এছাড়া আর উপায় কী? আমাদের পোস্ট পোল ভায়োলেন্সের পর সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। যে দুর্নীতি নিয়ে চিন্তিত ছিলাম, তার তদন্ত হচ্ছে, এটাই বড় কথা।” এর পাশাপাশি পুজোয় অনুদান প্রসঙ্গে সরকারকে কটাক্ষ করে দিলীপ বলেন, “তৃণমূল যখন জন্মায়নি, তখন কি পুজো হতো না? তৃণমূল যখন টাকা দেয়নি, তখন কি পুজোর টাকা উঠত না? আমি বলব, যাদের স্বাভিমান আছে, তারা কেউ এই অনুদান নেবেন না। এটা পাপের টাকা।”

লাগাতার সিবিআইয়ের সমালোচনা করায় দিল্লির ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। সেই চাপে পড়ে এবার সিবিআই (CBI)নিয়ে নিজের অবস্থান থেকে সরলেন মেদিনীপুরের সাংসদ। শুক্রবার অনুব্রত মণ্ডল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে তদন্তের কথা বলা প্রসঙ্গে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করা হয়, ”তাহলে কি আপনার ভরসা এল সিবিআইতে?” তাতে দিলীপ ঘোষের জবাব, ”এছাড়া আর উপায় কী? আমাদের পোস্ট পোল ভায়োলেন্সের পর সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। যে দুর্নীতি নিয়ে চিন্তিত ছিলাম, তার তদন্ত হচ্ছে, এটাই বড় কথা।” যদিও দিলীপের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে পুজো উদ্যোগতা ও শাসক দলের তরফে। জানানো হয়েছে, “ইউনেস্কোর এত বড় একটা সম্মান উদযাপন করতে চলেছি আমরা। তাতে রাজ্য সরকার সাহায্য করলে ওঁর কী সমস্যা হচ্ছে? আসলে, ওঁরা কোনও ইতিবাচক বিষয় দেখতে পারেন না, গাত্রদাহ হয়।”

উল্লেখ্য, এর আগে পরপর ২ দিন সিবিআই তদন্তের উপর অনাস্থা প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, সিবিআইতে ভরসা নেই, ইডি তার চেয়ে অনেক ভরসাযোগ্য। তাঁর অভিযোগ ছিল, সিবিআইকে বাংলায় ‘সেটিং’ করা হয়েছে। তা বুঝেই যথাযথ তদন্তের জন্য ইডিকে পাঠানো হয়েছে। এরপরই দিল্লি থেকে তাঁর এহেন মন্তব্যের জন্য রিপোর্ট চাওয়া হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে সতর্ক করেন। তাতেই সম্ভবত সিবিআইয়ের প্রতি নিজের আস্থা ফেরার কথা বললেন দিলীপ ঘোষ।

spot_img

Related articles

গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর! তোপ দাগলেন সিপিএম-কেও

সাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার প্রতি কেন্দ্রের...

খসড়া তালিকায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, মোক্ষম খোঁচা কমিশনকে

খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প...

আসানসোলে কয়লাখনিতে ধস! মৃত ২, আটকে বহু

ফের আসানসোলের কুলটিতে অবৈধ কয়লাখনিতে ধস (Coal Mine Collapse)! যার জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আশঙ্কা করা হচ্ছে...

সংক্রান্তিতে শীতবিলাসীদের জন্য সুখবর, বুধে কনকনে ঠান্ডার পূর্বাভাস!

পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তাতে সংশয় লেগেছিল বাঙালির মনে।...