একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা কনস্টেবলদের বলছেন ‘ডোন্ট টাচ মি’, ঠিক তার বিপরীতে গিয়ে বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’-এর অভিযোগ করা হল। বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট করল জাতীয় মহিলা কমিশনও। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট করলেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য।

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে
ঘিরে কার্যত আজ হাওড়া ও কলকাতায় রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। নবান্ন অভিযানের শুরুতেই গ্রেফতার করে নেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকে। সময় যত কেটেছে, ততই পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষ তীব্রতর হয়েছে।
ত্রিমুখী নবান্ন অভিযান আটকাতে আজ মরিয়া ছিল পুলিশ। আর এবার সেই বিজেপি-পুলিশের সংঘর্ষের তীব্রতা বোঝাতে একটি ভিডিও প্রকাশ করেছে টুইটারে রাজ্য বিজেপি।
এই ভিডিও দেখিয়ে বিজেপি দাবি করেছে, তাঁদের দলীয় কর্মীকে পুলিশ চড় মারছে। যদিও ভিডিওটি যাচাই করে দেখেনি বিশ্ব বাংলা সংবাদ। রাজ্য বিজেপির তরফ থেকে এই ভিডিও প্রসঙ্গে আক্রমণ করা হয়েছে পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। কার্যত এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়বে বলে মনে করা হচ্ছে।
