Saturday, December 27, 2025

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের জামিন নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

১০ বছর ধরে কারাদণ্ড ভোগ করা আসামীদের জন্য বড় খবর শোনাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা ১০ বছরের কারাদণ্ড পূর্ণ করলে জামিনে মুক্তি দেওয়া উচিত। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে জানান হয়, কারাগারে বন্দির সংখ্যা কমানোর বিষয়টিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ আদালত বলেছে, বছরের পর বছর ধরে যে সব মামলা বিচারাধীন রয়েছে এবং অদূর ভবিষ্যতে যে সব মামলার আশু শুনানির সম্ভাবনা নেই, সেই সব ক্ষেত্রে জামিনের বিষয়টি নিয়ে বাস্তবসম্মত চিন্তাভাবনা করা দরকার।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল এবং বিচারপতি অভয় এস ওকার একটি বেঞ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামীদের জামিনের আবেদনের শুনানি করছিলেন। সেইসময় এই নির্দেশ দেওয়া হয়। বেঞ্চ বলেছে, মূলত দুটি বিষয়কে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। প্রথমত, যে সব অভিযুক্তরা ১০ বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেছেন এবং যাঁদের  ভবিষ্যতে শুনানির সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, যাঁরা ইতিমধ্যেই ১৪ বছরের বেশি কারাদণ্ড ভোগ করেছেন৷ এই ধরণের মামলা খুঁজে বের করে সিদ্ধান্ত নিতে হবে। অ্যামিকাস কিউরি গৌরব আগরওয়াল বলেছেন যে শীর্ষ আদালতের পূর্ববর্তী আদেশ অনুসারে ছয়টি উচ্চ আদালতকে বিশদ বিবরণ দেওয়ার জন্য তিনি একটি হলফনামা দাখিল করেছেন। হাইকোর্টের তথ্য থেকে জানা গিয়েছে যে ৫৭৪০ টি মামলা রয়েছে যা সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ স্তরে বিচারাধীন। এলাহাবাদ হাইকোর্টে সর্বোচ্চ বিচারাধীন আপিল রয়েছে এবং ৩৮৫ জন দোষী রয়েছেন যাঁদের  ১৪ বছরেরও বেশি সাজা ভোগ করা হয়ে গিয়েছে। পাটনা হাইকোর্টের তথ্য অনুসারে, ২৬৮ জন দোষীর মামলা নির্দিষ্ট সময়ের আগে মুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে সাজাপ্রাপ্ত আসামীদের জামিন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে উচ্চ আদালত।

spot_img

Related articles

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে...

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...