Thursday, November 13, 2025

লেজেন্ডস ক্রিকেট লিগে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস

Date:

Share post:

শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে ছিল লেজেন্ডস ক্রিকেট লিগের প্রদর্শনী ম্যাচ। যে ম‍্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস। এই ম‍্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসকে ছয় উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস। এদিকে লেজেন্ডস ক্রিকেট লিগে ইডেন দেখাল আলোর ঝলকানি। ইনিংস বিরতিতে মাঠে চলল লেজার শো। গোটা মাঠকে অন্ধকারে ডুবিয়ে সে এক অদ্ভুত আলো আঁধারের খেলা। ব্যাকগ্রাউন্ডে বাজছে সমস্ত জনপ্রিয় গান। আর তার তালে তালেই লেজার আলোর ঝলকানিতে মেতে উঠল গোটা ইডেন।

ম‍্যাচে প্রথমে ব্যাট করে শুরুটা ভাল করে ওয়ার্ল্ড জায়ান্টস। প্রথম উইকেটেই ৫০ রান উঠে যায়। আক্রমণাত্মক খেলেন কেভিন ও’ব্রায়েন। উল্টো দিকে ছিলেন জিম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজা। ব্যক্তিগত ১৮ রানে ফিরে যান মাসাকাদজা। ও’ব্রায়েন ৩১ বলে ৫২ রান করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ন’টি চার এবং একটি ছয়। জায়ান্টসের অধিনায়ক জাক কালিস ১২ রানে আউট হন। ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাসের হয়ে পাঁচ উইকেট নেন পঙ্কজ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ কাইফ, হরভজন সিং এবং জোগিন্দর শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলেন নেন ইন্ডিয়া মহারাজাস। তবে শুরুতেই বীরেন্দ্র সেহবাগকে হারায় মহারাজাস। ব্যক্তিগত চার রানে ফেরেন সেহবাগ। আর এক ওপেনার পার্থিব প‍্যাটেল ১৮ রানে ফেরেন। ১১ রানের বেশি করতে পারেননি মহম্মদ কাইফ। এই অবস্থায় জেতার জন্য কাউকে ধরে খেলার দরকার ছিল। সেই কাজটাই করেন তন্ময় শ্রীবাস্তব এবং ইউসুফ পাঠান। দু’জনে মিলে চতুর্থ উইকেটে ১০৩ রান যোগ করেন। খেলা যখন প্রায় শেষ দিকে, সেই সময় আচমকাই তুলে মারতে গিয়ে আউট হয়ে যান তন্ময়। ৩৯ বলে ৫৪ রানে আউট হন তিনি। ইউসুফ পাঠান অপরাজিত থাকেন ৫০ রানে।

আরও পড়ুন:সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা স্টিমাচের

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...