Sunday, November 9, 2025

বিজেপি শাসিত রাজ্যে কিশোরীকে ধ*র্ষণ, ‘দোষ’ প্রমাণের আগেই প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দিল ধৃতদের বাড়ি

Date:

Share post:

মন্দিরে পুজো দিতে গিয়ে লালসার শিকার হল ১৬ বছরের কিশোরী। ফের বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে গণধর্ষণ করা হল কিশোরীকে। তারপর মেয়েটিকে মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় কিশোরীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযুক্তদের ‘দোষী’ প্রমাণের আগেই তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল বিজেপি প্রশাসন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:জম্মু কাশ্মীরে পরিযায়ী শ্রমিক মেরে ফেলার অভিযোগে গ্রেফতার ৩ জ*ঙ্গি

নৃশংস এই ঘটনাটি ঘটে শনিবার দুপুরে মধ্যপ্রদেশের রেওয়া জেলার নয়গাড়ি থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ছ’জনের মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের রবিবারই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছ’জনের বিরুদ্ধেই গণধর্ষণ, ডাকাতি, নাবালিকাকে যৌন নির্যাতনের ধারায় অভিযোগ দায়ের করে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকি তিন জনের খোঁজ চলছে। ধর্ষণকারী ছ’জনের মধ্যে দু’জন নাবালক বলেও জানানো হয়েছে। তবে অভিযুক্তদের ‘দোষী’ প্রমাণের আগেই  বুলডোজার নীতিতে বিশ্বাসী বিজেপি সরকার অভিযুক্ত তিন জনের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। কারণ সরূপ বিজেপি প্রশাসনের সাফাই, অভিযুক্তদের বাড়িগুলি বেআইনিভাবে তৈরি হয়েছে।  পাশপাশি রেওয়া প্রশাসন জানিয়েছে, বাকিদের গ্রেফতার হলেও ওই একই ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার নৃশংস এই ঘটনার কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর এক পুরুষ বন্ধু। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই দিন দুপুরে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা দু’জনে। পুজো দেওয়ার পর তাঁরা মন্দির চত্বরেরই এক প্রান্তে বসে গল্প করছিলেন। সেই সময়ই দু’জনের উপর চড়াও হয় ওই ছ’জন। কিশোরীকে তাঁর বন্ধুর সামনেই মন্দির চত্বর থেকে টেনে নিয়ে যাওয়া হয় নির্জন কিশোরী ও তাঁর বন্ধু দু’জনেই ওই ধর্ষণকারীদের কাছে তাঁদের ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন জানান। কিন্তু তাঁদের কোনও কথাই কানে তোলেনি দুষ্কৃতীরা। ওই কিশোরীর উপর নৃশংস অত্যাচার চালানোর পর তাঁকে রাস্তাতেই ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। এমনকি যাওয়ার আগে দু’জনকেই প্রাণের হুমকিও দিয়ে যায়। পুলিশ খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি আপাতত চিকিৎসাধীন।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...