গন্ধ শুঁকে বিচার করা হল কোনটি নিজের পোশাক। এমনই এক মজার ঘটনা ঘটেছে ভারত-জিম্বাবোয়ে ম্যাচে। আর যিনি করেছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ভারতীয় দলের নির্ভর যোগ্য বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর অশ্বিনের মতো তারকা ক্রিকেটারকে এমনটা করতে দেখে হেসেই খুন নেটিজেনরা। এমনকি এই ঘটনা নজর কেড়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং-এরও। তিনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন কি শুঁকছো তুমি?

ঘটনাটি ঘটে ভারত-জিম্বাবোয়ে ম্যাচের টসের সময়। টসের সময়ে যখন রোহিত শর্মাকে প্রশ্ন করা হচ্ছিল, সেই সময়ে স্ক্রিনে দেখা যায়, দুটি জ্যাকেট নিয়ে অশ্বিন শুঁকছিলেন। আর গন্ধ শুঁকে নিজের জ্যাকেট পাওয়ার পর অপর জ্যাকেটটি ফেলে দেন মাটিতে। আর ভিডিও নিমিষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিও নিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংও মজা করে অশ্বিনের কাছে জানতে চেয়েছেন,”অ্যাশ, তুমি কি শুঁকছ।”

😂😂😂😂😂😂😂 Ash what are u smelling @ashwinravi99 https://t.co/9b0ecu2lic
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2022
এমনকি প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দও অশ্বিনকে এর কারণ জিজ্ঞেস করেন। আর এবার এই ভাইরাল ভিডিও নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অশ্বিন। তিনি লেখেন, “দেখছিলাম সাইজ আলাদা ছিল কিনা। দেখছিলাম ওগুলোতে আমার নাম লেখা ছিল কিনা। শেষ অবধি, শুঁকছিলাম আমার পারফিউমের জন্য। ক্যামেরাম্যানকে প্রণাম।”

Checked for the sizes to differentiate!❌
Checked if it was initialed❌
Finally 😂😂 checked for the perfume i use✅
😂😂
Adei cameraman 😝😝😝😝 https://t.co/KlysMsbBgy— Ashwin 🇮🇳 (@ashwinravi99) November 8, 2022
আরও পড়ুন:সূর্যকুমার যাদবের ভূয়সী প্রশংসায় শাহিদ আফ্রিদি
