বারাকপুরে শিশু দিবস উদযাপন ও বাংলার গর্ব-সমাজ বন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠান

বারাকপুর সুকান্ত সদন হলে শিশু দিবস উদযাপন ও বাংলার গর্ব এবং সমাজ বন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলাে। অনুষ্ঠানটি সম্পাদনা এবং ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী তাপস দে, সভাপতি এন.জি.ও ওয়েলফেয়ার অ্যাশােসিয়েশন। সহযােগীতায় ছিলাে ন্যাশনাল চেম্বার অফ কটেজ এন্ড স্মল ইনড্রাস্ট্রিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, পৌরপিতা জিতব্রত পালিত, ধীমান দাস, বিশ্বজিৎ মন্ডল, আইসি নােয়াপাড়া পার্থ সারথী মজুমদার, ও.সি ফায়ার শ্যামসুন্দর দে, সমাজসেবী সুদীপ দে, অ্যাডভােকেট শাহিদা পারভিন, মমতাজ আলম, আর্মি স্কুলের প্রিন্সিপাল মৈত্রী মুখার্জী। প্রায় ১০০জন আধিবাসী বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। কম বেশি ৪৫জন শিশুদের শিক্ষাসামগ্রী, উপহার দেওয়া হয়। স্বামী জ্ঞানরঞ্জন মহারাজের পৌরহিত্যে বিবেকানন্দ জিত স্বনির্ভর জ্ঞানাশ্রমের ১৪জন মহিলা উদ্যোগীকে সম্মাননা জানানাে হয়। প্রতিকূলতা কে জয় করে কর্মবীরের পরিচয়ে সফল দেবাশীষ মাইতি কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়।

আরও পড়ুন- Abhijit Ganguly: নিয়োগ মামলায় সিট প্রধানকে তলব আদালতের