Saturday, August 23, 2025

অনুদানে বাবদ গেরুয়া তহবিলে ৬১৫ কোটি, তৃণমূল মাত্র ৪৩ লক্ষ

Date:

Share post:

লক্ষ্মীর ভাঁড়ার ফুলেফেঁপে উঠছে গেরুয়া শিবিরের। বিভিন্ন সংস্থা থেকে অনুদান বাবদ কেন্দ্রের শাসক শিবিরের আয় প্রায় ৬১৫ কোটি টাকা। সম্প্রতি রাজনৈতিক দলগুলির অনুদান প্রাপ্তির এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন(Election Commission)। যেখানে দেখা যাচ্ছে অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে আয়ের নিরিখে শীর্ষে বিজেপি(BJP)। অন্যদিকে অনুদান বাবদ সর্বনিম্ন স্থানে রয়েছে তৃণমূল(TMC)। তাদের আয় মাত্র ৪৩ লক্ষ টাকা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য হিসেবে ২০২১-২২ সালেই কংগ্রেসের থেকে প্রায় ৬ গুণের বেশি অনুদান পেয়েছে মোদি-শাহের দল। টাকার অঙ্কে যা ৬১৪.৫৩ কোটি টাকা। এই তালিকায় কংগ্রেসের আয় ৯৫.৪৬ কোটি টাকা। সিপিএমও পিছিয়ে নেই এই তালিকায়। চলতি বছরে তাদের আয় ১০.০৫ কোটি টাকা। আম আদমি পার্টি পেয়েছে ৪৪.৫৪ কোটি টাকা এবং সর্বনিম্ন স্থানে রয়েছে তৃণমূল। অনুদান হিসেবে তৃণমূল পেয়েছে ৪৩ লক্ষ টাকা। জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে পৃথক দাতা এবং সংস্থার কাছ থেকে ২০ হাজারের বেশি টাকা নিলে, রাজনৈতিক দলগুলিকে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। ব্যক্তি ও সংস্থার পাশাপাশি নির্বাচনী ট্রাস্টগুলিও রাজনৈতিক দলগুলিকে অনুদান দিয়ে থাকে। কমিশনের ওয়েবসাইট অনুসারের রাজনৈতিক ট্রাস্টগুলি থেকে কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে বিজেপি। অবশ্য বিজেপির এই আয় নিয়ে বিতর্ক কিছু কম নেই। অভিযোগ শাসক দলে থাকার দৌলতে তাদের অর্থের ভাড়ার ফুলেফেঁপে উঠছে অবশ্য কারা বিজেপিকে এই বিপুল টাকা অনুদান দিচ্ছে তা জানারও উপায় নেই। কারণ আইন করে সেই রাস্তা বন্ধ করেছে মোদি সরকার।

পাশাপাশি নির্বাচন কমিশনের তথ্যে জানানো হয়েছে, বিজেপি ২২০৬ টি উৎস থেকে অনুদান পেয়েছে। কংগ্রেসকে অনুদান দিয়েছে ১০৫৯ জন। তৃণমূল কংগ্রেস অনুদান পেয়েছে ২৬ টি সূত্র থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির প্রাপ্ত অনুদান, ৪২.৫১ কোটি টাকা। সিপিআইএমের অনুদান এসেছে ২২৬ টি উৎস থেকে, তাদের প্রাপ্ত অনুদান ১২.৮৫ কোটি টাকা।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...