Thursday, August 21, 2025

আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে পর্তুগাল, প্রতিপক্ষ মরক্কো

Date:

Share post:

আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে চর্চা, বিতর্কের মধ্যেই শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে পর্তুগাল। সামনে এবার আফ্রিকার জায়ান্ট কিলার মরক্কো। কিন্তু শেষ আটের লড়াইয়ের আগেও পর্তুগাল শিবিরে রোনাল্ডো বিতর্কের রেশ কাটছে না। বরং মরক্কো দ্বৈরথের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেও সিআর সেভেন নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হল পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোসকে।

পর্তুগিজ কোচ বললেন, ‘‘রোনাল্ডো কখনও আমাকে বলেনি, ও কাতার ছেড়ে চলে যাবে। এখন সময় এই আলোচনা বন্ধ করার।’’ যোগ করেন, ‘‘সতীর্থদের কাছে ডেকে নিয়ে তাদের প্রত্যেককে ভাল খেলার জন্য ধন্যবাদ দেয় রোনাল্ডো। দলের সঙ্গে জয় উদযাপন করে এবং তারপর বেরিয়ে যায়। এবার ওকে একা থাকতে দিন।’’

স্যান্টোস আরও বলেন, ‘‘ওকে আমার অফিসে ডাকি। খুব স্বাভাবিক কথাবার্তা হয়েছিল আমাদের মধ্যে। পর্তুগাল দলের অধিনায়ককে যখন বেঞ্চে বসতে হয়, তখন তার খারাপ লাগারই কথা। ও তাই খুশি হতে পারেনি। আমার সিদ্ধান্ত জানার পর রোনাল্ডো জানতে চায়, এটা কি ভাল হবে? কিন্তু আমি নিশ্চিত করছি, ও শিবির ছেড়ে চলে যেতে চায়নি।’’

কিন্তু রোনাল্ডো কি মরক্কো ম্যাচে প্রথম একাদশে ফিরবেন? তা খোলসা করেননি স্যান্টোস। টিম সূত্রে খবর, মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে হ্যাটট্রিক-হিরো গঞ্জালো র‍্যামোসই পর্তুগিজ কোচের ট্রাম্প কার্ড। সুইস ম্যাচের প্রথম একাদশে সম্ভবত বদল আনবেন না স্যান্টোস। মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বললেন, ‘‘আমি চাই, রোনাল্ডো আমাদের বিরুদ্ধে বেঞ্চেই থাকুক। তবে পর্তুগাল ভাল দল। আমরাও ক্ষুধার্ত। এখনও পর্যন্ত যা করেছি তাতে আমরা সন্তুষ্ট নই।’’

আরও পড়ুন:আজ থেকে শুরু এমপি কাপ

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...