কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবে কেন আমন্ত্রণ জানানো হয়নি মিঠুনকে? শুক্রবার সেই প্রশ্ন তুলে টুইট করেন বিজেপির সাইবার সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, কলকাতা ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ জানানো হয়নি বাংলার ছেলে মিঠুন চক্রবর্তীকে। ঠিক তেমনই, সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

Mithunda has clearly said that he has no confidence upon state Govt and according to him, our Govt will not continue. So why are u & Mithunda are so interested in Kolkata film fest organised by DIDI? Your interest clearly shows that @AITCofficial Govt was, is & will be in Bengal. https://t.co/GhWXdpZYOW
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 16, 2022
অমিত মালব্যের এহেন টুইটের বিরুদ্ধে অবশ্য কড়া উত্তর দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেছেন, যে মিঠুন চক্রবর্তীর রাজ্য সরকারের উপরে আস্থা নেই, সেই সরকারের ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কেন এত আগ্রহ? বাঙালি, তথা বাংলাকে যখন পরেশ রাওয়াল অপমান করলেন, তখন মিঠুন চক্রবর্তী তো কই প্রতিবাদ করলেন না!মিঠুনদা স্পষ্টভাবে বলেছেন যে রাজ্য সরকারের উপর তার আস্থা নেই এবং তাঁর মতে, আমাদের সরকার আর চলবে না। আপনার আগ্রহ স্পষ্টভাবে বোঝায় যে তৃণমূল বাংলায় সরকারে ছিল, আছে এবং থাকবে।

সৌরভ প্রসঙ্গেও কুণালের স্পষ্ট বক্তব্য, সৌরভ ভারতবর্ষের গর্ব। সৌরভকে অপমান বাংলা করেনি, আপনারা করেছেন। অমিত শাহের ছেলেকে আপনারাই সচিব করে রাখতে পারেন।
