Tuesday, November 11, 2025

মুর্শিদাবাদে হাসপাতাল, অরিজিৎ সিংয়ের স্বপ্নপূরণে পাশে থাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের মুর্শিদাবাদের ভূমিপুত্র কিংবদন্তি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরিজিৎ, আর সেই কাজেই শিল্পীকে রাজ্য সরকারের তরফে সমস্তরকম সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অরিজিৎ-এর মহৎ কাজের স্বপ্নকে বাস্তবায়িত করার কথা মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সকলের প্রিয় অরিজিৎ মুর্শিদাবাদ জেলারই ছেলেৎ। খুব ভাল গান করেন। আজকে তিনি গোটা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছেন, দিদি আমি জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে করা হবে। যদি জঙ্গিপুরেও তুমি সেটা করতে চাও আমরা সব সাহায্য দেব। তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহঙ্কার নেই। ওঁর নিজের গুণই ওঁর সবচেয়ে বড় অহঙ্কার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা ওর পাশে থেকে সহযোগিতা করব।” অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এদিনও বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন অরিজিৎ সিং। উদ্বোধনী মঞ্চে শাহরুখ খান অভিনীত সিনেমার জনপ্রিয় গান “রং দে তু মোহে গেরুয়া” দু’কলি গেয়ে শোনান অরিজিৎ। যা নিয়ে নোংরা রাজনীতি করেছিল বিজেপি। এদিন অরিজিৎ-এর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির জন্য সমস্ত রকমের সহযোগিতার ঘোষণা করে গেরুয়া শিবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম জবাব দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:মোদি-শাহের ‘জাতীয়তাবাদ’ নিয়ে প্রশ্ন রোমিলার, ‘মিথ্যা ইতিহাস’ লেখার পাল্টা অভিযোগ বিজেপির


spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...