Sunday, August 24, 2025

ঘন কুয়াশায় বিপত্তি! কুলপিতে হুগলি নদীতে ডুবছে বাংলাদেশী বার্জ

Date:

Share post:

ঘন কুয়াশার জেরে চরায় ধাক্কা লেগে ডুবছে একটি বাংলাদেশী (Bangladesh) বার্জ। শনিবার, সকালে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) থানার নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের কাছে হুগলি নদীতে। ওই বার্জে থাকা ৯ বাংলাদেশী ও এক ভারতীয় নাবিক-সহ ১০ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার নাবিকদের সেফ হোমে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে।

হলদিয়া থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী হোভারক্রাফট আসে। এমভি রাফসান হাবিব থ্রি নামের এই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ঘন কুয়াশার জেরে দুটি বার্জ মুখোমুখি চলে আসে। তখন নদীর চরায় ধাক্কা মারে বার্জটি। ধাক্কার জেরে বার্জের পাটাতন ফুটো হয়ে যায় বলে অনুমান। এরপর ডুবতে থাকে বার্জটি। চড়ায় ধাক্কা মারার সময় নদীতে কয়েকটি মৎস্যজীবী নৌকা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে জালের। স্থানীয় মৎস্যজীবীরাই বাংলাদেশী নাবিকদের উদ্ধারে হাত লাগায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপী রায় ও বিডিও সৌরভ গুপ্ত। সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যান। ইতিমধ্যে আশি শতাংশ ডুবে গিয়েছে বার্জটি। বার্জটিতে ছাই থাকায় নদীতে দূষণের আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা।

বিকেল থেকে বার্জের ছাই তুলে ফেলার কাজ শুরু হয়েছে। কুলপির বিডিও সৌরভ গুপ্ত বলেন, খবর পাওয়ার পর সিভিল ডিফেন্স, পুলিশ যৌথ উদ্ধারকাজ শুরু করেছে। ১০ নাবিককে নিরাপদে তুলে আনা হয়েছে। কুলপির কর্মতীর্থে রাখা হয়েছে। আইনমাফিক জেলা প্রশাসন রাজ্য স্বরাষ্ট্র দফতরের নজরে এনেছে বিষয়টি। ডুবন্ত বার্জ থেকে ছাই সরানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন- মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

 

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...