বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোল হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পিএসজি। নেইমারহীন পিএসজি মেসি, এমবাপেদের নিয়েও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। একেই তো ম্যাচ হার, তার মধ্যে ম্যাচের মাঝেই বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মেসি।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষে। বায়ার্নের কাছে পরাজয়ের পর হতাশ লিও সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন। এমন সময়েই এক অতি উৎসাহী সমর্থক ঢুকে পড়েন মাঠে। এবং সোজা চলে যান তার মেসির কাছে। কিন্তু নিজের অসাধারণ রিফ্লেক্স এবং কিছুটা ভেজা ঘাসের সৌজন্যে বড় সড় আঘাত পাওয়া থেকে বাঁচলেন মেসি। কারণ তাঁর যে ভক্ত তাকে একবার ছুঁতে দৌড়ে আসছিলেন, সেই ভক্ত সোজা পা পিছলে লিওর শরীরের দিকে ছিটকে আসেন। এবং তার পিছনে দৌড়ে আসা রক্ষাকর্মীরাও পর পর ঝাপিয়ে পড়েন সেই ব্যক্তির গায়ের উপর। এবং ফুটবল খেলায় যেমন মেসি একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে যান তেমনই সেই ভক্ত ও রক্ষাকর্মীদের কাটিয়ে তিনি বেরিয়ে আসেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

wet grass saved him i believe pic.twitter.com/XdpUw6MRer
— kyky 🧹✨ (@kmbappe_98) March 8, 2023
আরও পড়ুন:কলকাতা হকি ডার্বিতে জয় মোহনবাগানের
