Monday, November 17, 2025

ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, জেলায় জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

কালবৈশাখীর আগেই রাজ্যে শিলাবৃষ্টির সতর্কবার্তা আগেই শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাকে সত্যি করেই শক্তিশালী নিম্নচাপ ঘনিয়েছে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ঝোড়ো হাওয়ার এবং বৃষ্টি হতে পারে।আপাতত শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। মঙ্গল এবং বুধবার পর্যন্ত এই শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। তবে তারপরও উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী রবিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের পর থেকে আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে। শনি থেকে সোমে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, রবিবার থেকেই দেশের পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে। ১৩ মার্চ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে, ১৫ মার্চ পূর্ব মধ্য প্রদেশে, ১৪ মার্চ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি (Weather) হতে পারে দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব অংশে।

 

 

spot_img

Related articles

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...

এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

এসএসসি নিয়োগের ইন্টারভিউ বোর্ডে কোনও দাগি প্রার্থীকেই ডাকা হয়নি, বিরোধীদের দাবি উড়িয়ে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য...

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...