Thursday, January 15, 2026

কমছে দানের পরিমাণ! বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের প্রণামীর হারে ‘রেকর্ড’ পতন

Date:

Share post:

তীব্র তাপপ্রবাহের (Heatwave) জের! আর সেকারণে দেশের অন্যান্য রাজ্যগুলির মতো গলদঘর্ম অবস্থা অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), তেলেঙ্গানা (Telengana) সহ দক্ষিণের একাধিক রাজ্য। ইতিমধ্যে তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি (Summer Vacation) ঘোষণা করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরচ্ছেন না সাধারণ মানুষ। আর সেকারণে রেকর্ড ভিড় কমছে তীর্থস্থানেও। আর সেই ছবিই সম্প্রতি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে দেশের ধনীতম মন্দির (Richest Temple) অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরের তিরুমালা মন্দিরের (Tirumala Temple) ছবি। এবার গরমের তাপ লেগেছে মন্দিরের প্রণামী বক্সেও (Dination Box)। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি প্রণামী বক্সে দানের পরিমাণ কমে যাওয়ায় কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে মন্দির কর্তৃপক্ষের।

প্রতিদিনই লক্ষাধিক ভক্তের প্রণামী দানে তিরুপতি মন্দিরের তহবিল ফুলেফেঁপে ওঠে। আর দানের পরিমাণ জানলে চোখ কপালে ওঠে। যদিও ভগবান ভেঙ্কটেশ্বরের (Lord Venkatesh) মন্দিরে চমকে দেওয়ার মতো কাণ্ড ঘটল শনিবার। জানা গিয়েছে, গত এক বছরের মধ্যে মন্দিরে সবচেয়ে কম প্রণামী পড়েছে এদিনই। সেই পরিমাণ মাত্র ২ কোটি ৮৫ লক্ষ টাকা। কিন্তু আচমকাই মন্দিরে কীভাবে কমল দানের পরিমাণ? কারণ হিসাবে উঠে এসেছে তীব্র গরমের দাবদাহ। আর সেকারণেই কমতে শুরু করেছে দানের পরিমাণ। যা গত এক বছরে সবচেয়ে কম বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, তিরুপতি মন্দিরে ভক্তদের দানকে ‘হুন্ডি’ (Hundi) বলা হয়। আর সেই হুন্ডির কারণেই ফুলেফেঁপে ওঠে মন্দিরটি। এদিকে, গত বছরের নভেম্বর মাসে মন্দিরের ট্রাস্ট ঘোষণা করেছিল, দশ টনের বেশি সোনা এবং নগদ ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা সম্পত্তি রয়েছে ভারতের বিখ্যাত ধনী মন্দিরের। একদিনে গড় প্রণামী আদায় হয় ৪-৬ কোটি টাকা। পাশাপাশি চলতি বছরের ২ জানুয়ারি পুরনো সমস্ত রেকর্ড ভেঙে মন্দিরের একদিনের আয় হয়েছিল ৭ কোটি ৬ লক্ষ টাকা। কিন্তু গরম পড়তেই একেবারেই উল্টো ছবি সামনে এল। তবে মন্দিরের ট্রাস্টের দাবি, এপ্রিলের শেষ থেকে গরম একটু কমলেই ফের ভক্তদের সংখ্যা বাড়বে মন্দিরে এবং পাল্লা দিয়ে বাড়বে দানের পরিমাণও।

 

 

 

spot_img

Related articles

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...